Ajker Patrika

নৌকা প্রতীকের প্রার্থীর ক্যাম্পে অগ্নিসংযোগ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ৫২
নৌকা প্রতীকের প্রার্থীর ক্যাম্পে অগ্নিসংযোগ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের ব্যাপারীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইউপির ভাটিমভোগ বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভাটিমভোগ বাজারের নৈশপ্রহরী আব্দুল হাকিম বলেন, ‘রাত আনুমানিক ৩টার সময় আমরা একটি দোকানের সামনে বসেছিলাম বাজার পাহারা দেওয়ার জন্য। তখন হঠাৎ করে দেখি পূর্বপাশে নৌকার ক্যাম্পের সামনে আলো দেখা যায়। আমরা সেখানে দৌড়ে গিয়ে দেখি ২-৩ জন লোক অগ্নিসংযোগ করে দৌড়ে পালাচ্ছে। আমরা তাঁদের ধরার চেষ্টা করি, কিন্তু তাঁরা দৌড়ে পালিয়ে যায়। তারপর আমরা সবাইকে বিষয়টি জানাই।’

জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী পোড়াপী বলেন, ‘যারা নৌকার ক্যাম্পে আগুন লাগিয়েছে তাঁরা নির্বাচন বানচাল করতে চায়। তাঁরা নৌকার সমর্থকদের ভয়ভীতি দেখাতে চাচ্ছেন, এটা মোটেও ঠিক না। আমরা প্রশাসনের তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।’

পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত