মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া ও বরুণ কান্তি সরকার, নাসিরনগর
হাওরবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা। নির্বাচনের বাতাস বইতে শুরু করলেই এখানে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেন ‘মৌসুমি’ প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর আগেও মাঠে দেখা যাচ্ছে এসব নেতার। তবে বেশির ভাগ সময় আওয়ামী লীগের দখলে থাকা এ আসনে এবারও লড়াইটা হবে পুরোনো নেতাদের মধ্যেই।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, নির্বাচন নিয়ে সবাই যাঁর যাঁর মতো করে প্রস্তুতি নিচ্ছেন। বিএনপিতে দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বেশি আলোচনায় থাকলেও এবার রয়েছে একাধিক প্রার্থী। আর আওয়ামী লীগে সারা বছর কোনো প্রার্থীর দেখা না মিললেও নির্বাচনকে ঘিরে বহু প্রার্থীর দেখা মিলতে শুরু করেছে। রয়েছে জাতীয় পার্টি (জাপা) ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী। এর মধ্যেই ভেতরে-ভেতরে নিজেদের গোছাচ্ছে বড় দুই দল। আওয়ামী লীগ এবারও আসনটি ধরে রাখতে চায়। আর বিএনপি জয়ের স্বাদ নিতে চায় প্রথমবারের মতো।
আসনে পাঁচবার এমপি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। এর মধ্যে ১৯৯৬ সাল থেকে টানা চারবার। তিনি ২০১৭ সালের ১৬ ডিসেম্বর মারা যাওয়ার পর ২০১৮ সালের ১৩ মার্চ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা দম্পতির সন্তান বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি হন। পরবর্তী সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন তিনি।
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে মজবুত করেছেন সংগ্রাম। তিনি এমপি হওয়ার পর নাসিরনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আবারও তাঁকে এমপি বানাতে উঠেপড়ে লেগেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিটি গ্রামে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ছুটে চলেছেন তাঁরা। করছেন গণসংযোগ ও কর্মী সমাবেশ।
তবে এ আসনে নির্বাচন ঘনিয়ে এলে নতুন কিছু প্রার্থীর দেখা মেলে। বাংলাদেশ কৃষক লীগের অর্থ সম্পাদক মোহাম্মদ নাজির মিয়া এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান। এ ছাড়া মনোনয়ন চাইতে পারেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আলমগীর, বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. ইহতেশামুল কামাল প্রমুখ।
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে যেহেতু এখন পর্যন্ত অন্য কোনো প্রার্থী আসেননি, শুধু বর্তমান এমপি বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম মাঠে রয়েছেন। তাঁর জন্যই আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মনোনয়ন চাইব।’
এ আসনে কখনো বিএনপি জয়ী হতে পারেনি। সাংগঠনিকভাবেও দলটি মজবুত নয়। তবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন বেশ কয়েকবার প্রার্থী হয়েছেন। তিনি ব্যবসায়ী হওয়ায় সারা বছর টাকা খরচ করে দল সক্রিয় রাখেন। প্রচুর টাকা খরচ করলেও ভোটের রাজনীতিতে তিনি তেমন ভালো করতে পারেননি। এবারও বিএনপি থেকে মনোনয়ন চাইবেন এ নেতা। এ ছাড়া আলোচনায় আছেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন।
উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, ‘আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে আছি। দলের কাছে আমিও মনোনয়ন চাইব। দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব।’
এবার জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহানুল করিম গরিবুল্লাহ সেলিম। তিনিই এখন নাসিরনগর জাতীয় পার্টির কর্ণধার। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল। বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের আবুল কাশেম মুহা. আশরাফুল হক, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হুসেইন আহমদ ও জাতীয় পার্টি (বিজিবি) থেকে ফায়েজুল হক মনোনয়ন চাইবেন।
আসনটি হাওরবেষ্টিত। এখন উপজেলা সদরের সঙ্গে অনেক ইউনিয়ন ও গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ নেই। ফলে হেঁটে কিংবা নৌকা দিয়ে চলাচল করতে হয়। ভোটারদের অনেকে বলছেন, এলাকাটি অনেক পিছিয়ে আছে। এই সরকারের আমলে অনেক কাজ হয়েছে। তবে আরও ব্যাপক উন্নয়ন দরকার। এখানে কলকারখানা স্থাপনের দাবি জানান তাঁরা।
হাওরবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা। নির্বাচনের বাতাস বইতে শুরু করলেই এখানে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেন ‘মৌসুমি’ প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর আগেও মাঠে দেখা যাচ্ছে এসব নেতার। তবে বেশির ভাগ সময় আওয়ামী লীগের দখলে থাকা এ আসনে এবারও লড়াইটা হবে পুরোনো নেতাদের মধ্যেই।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, নির্বাচন নিয়ে সবাই যাঁর যাঁর মতো করে প্রস্তুতি নিচ্ছেন। বিএনপিতে দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বেশি আলোচনায় থাকলেও এবার রয়েছে একাধিক প্রার্থী। আর আওয়ামী লীগে সারা বছর কোনো প্রার্থীর দেখা না মিললেও নির্বাচনকে ঘিরে বহু প্রার্থীর দেখা মিলতে শুরু করেছে। রয়েছে জাতীয় পার্টি (জাপা) ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী। এর মধ্যেই ভেতরে-ভেতরে নিজেদের গোছাচ্ছে বড় দুই দল। আওয়ামী লীগ এবারও আসনটি ধরে রাখতে চায়। আর বিএনপি জয়ের স্বাদ নিতে চায় প্রথমবারের মতো।
আসনে পাঁচবার এমপি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। এর মধ্যে ১৯৯৬ সাল থেকে টানা চারবার। তিনি ২০১৭ সালের ১৬ ডিসেম্বর মারা যাওয়ার পর ২০১৮ সালের ১৩ মার্চ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা দম্পতির সন্তান বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি হন। পরবর্তী সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন তিনি।
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে মজবুত করেছেন সংগ্রাম। তিনি এমপি হওয়ার পর নাসিরনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আবারও তাঁকে এমপি বানাতে উঠেপড়ে লেগেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিটি গ্রামে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ছুটে চলেছেন তাঁরা। করছেন গণসংযোগ ও কর্মী সমাবেশ।
তবে এ আসনে নির্বাচন ঘনিয়ে এলে নতুন কিছু প্রার্থীর দেখা মেলে। বাংলাদেশ কৃষক লীগের অর্থ সম্পাদক মোহাম্মদ নাজির মিয়া এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান। এ ছাড়া মনোনয়ন চাইতে পারেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আলমগীর, বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. ইহতেশামুল কামাল প্রমুখ।
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে যেহেতু এখন পর্যন্ত অন্য কোনো প্রার্থী আসেননি, শুধু বর্তমান এমপি বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম মাঠে রয়েছেন। তাঁর জন্যই আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মনোনয়ন চাইব।’
এ আসনে কখনো বিএনপি জয়ী হতে পারেনি। সাংগঠনিকভাবেও দলটি মজবুত নয়। তবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন বেশ কয়েকবার প্রার্থী হয়েছেন। তিনি ব্যবসায়ী হওয়ায় সারা বছর টাকা খরচ করে দল সক্রিয় রাখেন। প্রচুর টাকা খরচ করলেও ভোটের রাজনীতিতে তিনি তেমন ভালো করতে পারেননি। এবারও বিএনপি থেকে মনোনয়ন চাইবেন এ নেতা। এ ছাড়া আলোচনায় আছেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন।
উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, ‘আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে আছি। দলের কাছে আমিও মনোনয়ন চাইব। দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব।’
এবার জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহানুল করিম গরিবুল্লাহ সেলিম। তিনিই এখন নাসিরনগর জাতীয় পার্টির কর্ণধার। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল। বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের আবুল কাশেম মুহা. আশরাফুল হক, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হুসেইন আহমদ ও জাতীয় পার্টি (বিজিবি) থেকে ফায়েজুল হক মনোনয়ন চাইবেন।
আসনটি হাওরবেষ্টিত। এখন উপজেলা সদরের সঙ্গে অনেক ইউনিয়ন ও গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ নেই। ফলে হেঁটে কিংবা নৌকা দিয়ে চলাচল করতে হয়। ভোটারদের অনেকে বলছেন, এলাকাটি অনেক পিছিয়ে আছে। এই সরকারের আমলে অনেক কাজ হয়েছে। তবে আরও ব্যাপক উন্নয়ন দরকার। এখানে কলকারখানা স্থাপনের দাবি জানান তাঁরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪