অভিজিৎ সাহা, নালিতাবাড়ী (শেরপুর)
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে মোটরসাইকেল বহর নিয়ে সড়ক বেপরোয়া হয়ে উঠেছেন। প্রচারের নামে মোটরসাইকেল বহর নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা এখনই মাঠ চষে বেড়াতে শুরু করেছেন। গ্রামগঞ্জে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছেন। দোয়া ও ভোট চেয়ে প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে ইউনিয়নের বাজারগুলো।
প্রতিটি গ্রাম ও বাজার ঘুরে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজের সমর্থক গোষ্ঠী জুটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণা। কেউ আবার প্রচারে ব্যবহার করতে বানিয়েছেন গান। সম্ভাব্য প্রার্থীরা বলছেন, প্রতীক নয়, ব্যক্তি পরিচয় তুলে ধরতে তাঁরা মাঠে গণসংযোগ করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল, রামচন্দ্রকুড়া, কাকরকান্দি, নালিতাবাড়ী, রুপনারায়নকুড়া, মরিচপুরান, যোগানিয়া, বাঘবেড়, কলসপাড়সহ মোট ১২টি ইউনিয়নে মোট ১ লাখ ৯৫ হাজার ৭৯৫ জন ভোটার আছেন। এদিকে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রায় ৬৮ জনকে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। কেউ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ তুলে ধরছেন উন্নয়নের চিত্র। তবে প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। নিজেকে নৌকার মাঝি দাবি করে প্রায় প্রতিদিন চলে তাঁদের শোভাযাত্রা।
ভোটাররাও হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে করছেন গণসংযোগ। অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।
কেউ আবার তরুণদের কাছে টানতে আয়োজন করছেন ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের।থেমে নেই বর্তমান চেয়ারম্যানেরাও। তাঁরা ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে।
মানুষের কাছে তুলে ধরছেন উন্নয়নের বিভিন্ন দিক, করছেন উঠান বৈঠক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এগিয়ে আছেন তরুণ প্রার্থীরাই।
পোঁড়াগাও ইউনিয়নের ভোটার মনির হোসেন (৩৮) বলেন, ‘ইউনিয়নে চেয়ারম্যান পদে তো অনেকেই ভোট চাইতাছে। এহনও তো মার্কা দেয় নাই। কিন্তু নিজেরে নৌকার মাঝি বইলা তো ভোট চাইলো কয়েকজন। প্রতিদিনই কারো না কারো লোকজন আইসা দোয়া চাইতাছে।’
মরিচপুরান ইউনিয়নের ভোটার আরিফুল ইসলাম অপু (২৬) বলেন, ‘ভোটের দিন তারিখ এখনো ঠিক হয়নি।
তবে প্রতিদিনই কোনো না কোনো প্রার্থীর প্রচারণা দেখছি। ইউনিয়নের প্রতিটি গ্রাম প্রার্থীদের ব্যানারে ভরে গেছে। ভোট ও দোয়া চাইতে বাড়িতে আসলে সেই ছবিও ফেসবুকে দেখতে পাই। মানুষের দুর্দিনে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই আমরা নির্বাচিত করতে চাই।’
রুপনারায়নকুড়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহিনী বলেন, ‘এহন তো দেহি মেলা মান্যষ বাড়িত আইয়া মা ডাকে। বইন ডাকে। এতোদিন এগুলার খোঁজও পাই নাই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘দুই দফায় ইউনিয়ন নির্বাচনের তফশিল ঘোষণা হলেও সেখানে নালিতাবাড়ী উপজেলার কোনো ইউনিয়নের নাম নেই। তাই প্রার্থীদের প্রচারে বিধিনিষেধ আরোপে তাঁদের কিছু করার নেই।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে মোটরসাইকেল বহর নিয়ে সড়ক বেপরোয়া হয়ে উঠেছেন। প্রচারের নামে মোটরসাইকেল বহর নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা এখনই মাঠ চষে বেড়াতে শুরু করেছেন। গ্রামগঞ্জে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছেন। দোয়া ও ভোট চেয়ে প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে ইউনিয়নের বাজারগুলো।
প্রতিটি গ্রাম ও বাজার ঘুরে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজের সমর্থক গোষ্ঠী জুটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণা। কেউ আবার প্রচারে ব্যবহার করতে বানিয়েছেন গান। সম্ভাব্য প্রার্থীরা বলছেন, প্রতীক নয়, ব্যক্তি পরিচয় তুলে ধরতে তাঁরা মাঠে গণসংযোগ করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল, রামচন্দ্রকুড়া, কাকরকান্দি, নালিতাবাড়ী, রুপনারায়নকুড়া, মরিচপুরান, যোগানিয়া, বাঘবেড়, কলসপাড়সহ মোট ১২টি ইউনিয়নে মোট ১ লাখ ৯৫ হাজার ৭৯৫ জন ভোটার আছেন। এদিকে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রায় ৬৮ জনকে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। কেউ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ তুলে ধরছেন উন্নয়নের চিত্র। তবে প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। নিজেকে নৌকার মাঝি দাবি করে প্রায় প্রতিদিন চলে তাঁদের শোভাযাত্রা।
ভোটাররাও হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে করছেন গণসংযোগ। অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।
কেউ আবার তরুণদের কাছে টানতে আয়োজন করছেন ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের।থেমে নেই বর্তমান চেয়ারম্যানেরাও। তাঁরা ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে।
মানুষের কাছে তুলে ধরছেন উন্নয়নের বিভিন্ন দিক, করছেন উঠান বৈঠক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এগিয়ে আছেন তরুণ প্রার্থীরাই।
পোঁড়াগাও ইউনিয়নের ভোটার মনির হোসেন (৩৮) বলেন, ‘ইউনিয়নে চেয়ারম্যান পদে তো অনেকেই ভোট চাইতাছে। এহনও তো মার্কা দেয় নাই। কিন্তু নিজেরে নৌকার মাঝি বইলা তো ভোট চাইলো কয়েকজন। প্রতিদিনই কারো না কারো লোকজন আইসা দোয়া চাইতাছে।’
মরিচপুরান ইউনিয়নের ভোটার আরিফুল ইসলাম অপু (২৬) বলেন, ‘ভোটের দিন তারিখ এখনো ঠিক হয়নি।
তবে প্রতিদিনই কোনো না কোনো প্রার্থীর প্রচারণা দেখছি। ইউনিয়নের প্রতিটি গ্রাম প্রার্থীদের ব্যানারে ভরে গেছে। ভোট ও দোয়া চাইতে বাড়িতে আসলে সেই ছবিও ফেসবুকে দেখতে পাই। মানুষের দুর্দিনে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই আমরা নির্বাচিত করতে চাই।’
রুপনারায়নকুড়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহিনী বলেন, ‘এহন তো দেহি মেলা মান্যষ বাড়িত আইয়া মা ডাকে। বইন ডাকে। এতোদিন এগুলার খোঁজও পাই নাই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘দুই দফায় ইউনিয়ন নির্বাচনের তফশিল ঘোষণা হলেও সেখানে নালিতাবাড়ী উপজেলার কোনো ইউনিয়নের নাম নেই। তাই প্রার্থীদের প্রচারে বিধিনিষেধ আরোপে তাঁদের কিছু করার নেই।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫