Ajker Patrika

সম্ভাব্য প্রার্থীরা বেপরোয়া

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী (শেরপুর)
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৩: ২২
সম্ভাব্য প্রার্থীরা বেপরোয়া

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে মোটরসাইকেল বহর নিয়ে সড়ক বেপরোয়া হয়ে উঠেছেন। প্রচারের নামে মোটরসাইকেল বহর নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা এখনই মাঠ চষে বেড়াতে শুরু করেছেন। গ্রামগঞ্জে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছেন। দোয়া ও ভোট চেয়ে প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে ইউনিয়নের বাজারগুলো।

প্রতিটি গ্রাম ও বাজার ঘুরে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজের সমর্থক গোষ্ঠী জুটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণা। কেউ আবার প্রচারে ব্যবহার করতে বানিয়েছেন গান। সম্ভাব্য প্রার্থীরা বলছেন, প্রতীক নয়, ব্যক্তি পরিচয় তুলে ধরতে তাঁরা মাঠে গণসংযোগ করছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল, রামচন্দ্রকুড়া, কাকরকান্দি, নালিতাবাড়ী, রুপনারায়নকুড়া, মরিচপুরান, যোগানিয়া, বাঘবেড়, কলসপাড়সহ মোট ১২টি ইউনিয়নে মোট ১ লাখ ৯৫ হাজার ৭৯৫ জন ভোটার আছেন। এদিকে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রায় ৬৮ জনকে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। কেউ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ তুলে ধরছেন উন্নয়নের চিত্র। তবে প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। নিজেকে নৌকার মাঝি দাবি করে প্রায় প্রতিদিন চলে তাঁদের শোভাযাত্রা।

ভোটাররাও হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে করছেন গণসংযোগ। অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।

কেউ আবার তরুণদের কাছে টানতে আয়োজন করছেন ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের।থেমে নেই বর্তমান চেয়ারম্যানেরাও। তাঁরা ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে।

মানুষের কাছে তুলে ধরছেন উন্নয়নের বিভিন্ন দিক, করছেন উঠান বৈঠক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এগিয়ে আছেন তরুণ প্রার্থীরাই।

পোঁড়াগাও ইউনিয়নের ভোটার মনির হোসেন (৩৮) বলেন, ‘ইউনিয়নে চেয়ারম্যান পদে তো অনেকেই ভোট চাইতাছে। এহনও তো মার্কা দেয় নাই। কিন্তু নিজেরে নৌকার মাঝি বইলা তো ভোট চাইলো কয়েকজন। প্রতিদিনই কারো না কারো লোকজন আইসা দোয়া চাইতাছে।’

মরিচপুরান ইউনিয়নের ভোটার আরিফুল ইসলাম অপু (২৬) বলেন, ‘ভোটের দিন তারিখ এখনো ঠিক হয়নি।

তবে প্রতিদিনই কোনো না কোনো প্রার্থীর প্রচারণা দেখছি। ইউনিয়নের প্রতিটি গ্রাম প্রার্থীদের ব্যানারে ভরে গেছে। ভোট ও দোয়া চাইতে বাড়িতে আসলে সেই ছবিও ফেসবুকে দেখতে পাই। মানুষের দুর্দিনে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই আমরা নির্বাচিত করতে চাই।’

রুপনারায়নকুড়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহিনী বলেন, ‘এহন তো দেহি মেলা মান্যষ বাড়িত আইয়া মা ডাকে। বইন ডাকে। এতোদিন এগুলার খোঁজও পাই নাই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘দুই দফায় ইউনিয়ন নির্বাচনের তফশিল ঘোষণা হলেও সেখানে নালিতাবাড়ী উপজেলার কোনো ইউনিয়নের নাম নেই। তাই প্রার্থীদের প্রচারে বিধিনিষেধ আরোপে তাঁদের কিছু করার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত