Ajker Patrika

নভেরার শর্ত

সম্পাদকীয়
নভেরার শর্ত

ক্যাম্বারওয়েল স্কুলে পড়ছিলেন যখন, তখন ফ্লোরেন্সে গিয়েছিলেন নভেরা। সেটা ১৯৫৪ সালের ৩ জানুয়ারি। গিয়েছিলেন হামিদুর রহমানের সঙ্গে। হামিদুর রহমান ছিলেন শিল্পী আমিনুল ইসলামের সহপাঠী। ঢাকা আর্ট ইনস্টিটিউটের প্রথম ব্যাচের ছাত্র। দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি ভর্তি হন প্যারিসের বোর্জোতে। সেখানে কিছু সমস্যার কারণে চলে আসেন ইংল্যান্ডে। সেখানেই নভেরার সঙ্গে দেখা।

ফ্লোরেন্সে তাঁরা দেখলেন মাইকেল অ্যাঞ্জেলোর বাড়ি। দেখলেন বিখ্যাত ভাস্কর দোনাতেল্লোর কাজ। মাইকেল অ্যাঞ্জেলোর অসমাপ্ত কাজগুলো দেখে রোমাঞ্চিত হন নভেরা। একটা স্টুডিও ভাড়া নেওয়ার জন্য আমিনুলকে তাড়া দেন।

ফ্লোরেন্সে নভেরা, আমিনুল আর হামিদুল মিলে বড় স্টুডিওসহ একটি ফ্ল্যাট ভাড়া নিলেন আঠারো হাজার লিরায়। ইউরোপের হাড়কাঁপানো শীতের কথা তাঁদের মনে ছিল না। চেরা কাঠ কিনে ফায়ারপ্লেসে রাখতে হলে, ফায়ারপ্লেসের উত্তাপ পেতে হলে আরও পাঁচ শ লিরার সংস্থান করতে হবে। সে টাকা আসবে কোথা থেকে?
নভেরা দিলেন সহজ সমাধান। তিনি প্রস্তাব দিলেন, তাঁর শোবার ঘরে তিনটি খাট পাশাপাশি রেখে ঘুমানোর ব্যবস্থা করলে কাঠের খরচ বেঁচে যাবে। হামিদ আর আমিনুলও আরামে ঘুমাতে পারবেন।

তাঁরা দুজন তো এককথায় রাজি। তারপরও মনে হলো, এতে নভেরার কোনো অসুবিধা হবে কি না।

নভেরা বললেন, ‘না। আমার কোনো অসুবিধা হবে না।’

তবে তিনি একটা শর্ত দিলেন। বললেন, ‘সকালে ঘুম থেকে উঠে আমার দিকে তাকানো যাবে না। যতক্ষণ না বিছানা থেকে উঠে নিজেকে তৈরি করে নেব, ততক্ষণ তাকিয়ে থাকতে হবে অন্যদিকে।’

এই শর্তে রাজি না হওয়ার কোনো কারণ নেই।

তিন মাসের মধ্যে অবশ্য আর্থিক কারণে ছেড়ে দিতে হলো সেই ফ্ল্যাট। হামিদ আর নভেরা ফিরে যাবেন লন্ডনে। নভেরার আফসোস—ভেনিসটা দেখা হয়নি।

আমিনুল যখন বিদায় দিতে এলেন, তখন প্যারিস হয়ে লন্ডনে যাওয়ার কথা দুজনের। কিন্তু ট্রেন ছাড়ার পর দেখা গেল এই ট্রেন যাচ্ছে ভেনিসে, প্যারিসে নয়। 

সূত্র: আনা ইসলাম, নভেরা বিভুঁইয়ে স্বভূমে, পৃষ্ঠা ৩৭-৪০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত