Ajker Patrika

কমলগঞ্জে অটোরিকশা চালকদের মানববন্ধন

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ০৪
কমলগঞ্জে অটোরিকশা চালকদের মানববন্ধন

কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সিরিয়াল জটিলতা নিয়ে সংঘর্ষের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী চত্বরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ রুটে মানববন্ধন করা হয়। ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটি এ মানববন্ধন করে।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে আমাদের দাবি না মানলে শ্রীমঙ্গলের সঙ্গে ভানুগাছ সিএনজি চালকদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। এর আগেও সিরিয়াল জটিলতা নিয়ে মৌলভীবাজার জেলার নেতা-কর্মীদের উপস্থিতিতে একাধিকবার সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে আমাদের দাবি দাওয়া মেনে বিচারকেরা রায় দিলেও তারা তা মানতে চান না।

গত মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরিয়াল জটিলতা নিয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল রুটের ফুলবাড়ি চা-বাগান গেট সংলগ্ন এলাকায় ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ শ্রমিকদের সঙ্গে শ্রীমঙ্গল সিএনজি শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন।

মানববন্ধনে বক্তব্য দেন-ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজির গ্রুপ কমিটির সভাপতি বেলাল মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, শমশেরনগর গ্রুপ কমিটির সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক সজ্জাত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন গ্রুপের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত