Ajker Patrika

কমলগঞ্জে অটোরিকশা চালকদের মানববন্ধন

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ০৪
কমলগঞ্জে অটোরিকশা চালকদের মানববন্ধন

কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সিরিয়াল জটিলতা নিয়ে সংঘর্ষের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী চত্বরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ রুটে মানববন্ধন করা হয়। ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটি এ মানববন্ধন করে।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে আমাদের দাবি না মানলে শ্রীমঙ্গলের সঙ্গে ভানুগাছ সিএনজি চালকদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। এর আগেও সিরিয়াল জটিলতা নিয়ে মৌলভীবাজার জেলার নেতা-কর্মীদের উপস্থিতিতে একাধিকবার সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে আমাদের দাবি দাওয়া মেনে বিচারকেরা রায় দিলেও তারা তা মানতে চান না।

গত মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরিয়াল জটিলতা নিয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল রুটের ফুলবাড়ি চা-বাগান গেট সংলগ্ন এলাকায় ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ শ্রমিকদের সঙ্গে শ্রীমঙ্গল সিএনজি শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন।

মানববন্ধনে বক্তব্য দেন-ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজির গ্রুপ কমিটির সভাপতি বেলাল মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, শমশেরনগর গ্রুপ কমিটির সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক সজ্জাত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন গ্রুপের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত