Ajker Patrika

অস্ট্রেলিয়া বুঝতেই নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়া বুঝতেই নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়েছে আরও আগেই। প্রকৃতির বাধায় মিরপুরে পুরোপুরি অনুশীলন করা যায়নি। এরপর আরব আমিরাতে সাত দিনের সফরে অনুশীলনটা খারাপ হয়নি বাংলাদেশের। আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি প্রস্তুতির অংশ ভাবলে আন্তর্জাতিক ম্যাচ খেলার চেয়ে ভালো অনুশীলন আর কী হতে পারে!

ভালো অনুশীলনের সুযোগ-সুবিধার সঙ্গে টানা দুটি ম্যাচ জয়ে দক্ষতা আর মনস্তাত্ত্বিক— দুভাবেই উপকৃত বাংলাদেশ। কিন্তু এটা কাজে দেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে, প্রশ্নটা থেকেই যায়। গত বছর আইসিসির টুর্নামেন্টে যাওয়ার আগে দেশের মাঠে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত দুটি সিরিজ জয় যেমন কোনো কাজেই আসেনি মূল মঞ্চে। সে হিসেবে দুবাইয়ের প্রস্তুতিপর্বও তেমন কাজে আসার কথা নয় অস্ট্রেলিয়ায়। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বললেন, দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না অস্ট্রেলিয়ার সঙ্গে, ‘মনে রাখতে হবে অস্ট্রেলিয়া সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। সেখানের কন্ডিশন, উইকেট, প্রতিপক্ষ সম্পর্কে দলের অনেক ছেলেরই কোনো ধারণা নেই। ওখানের সঙ্গে আরব আমিরাতের কোনো মিল নেই।’ বিসিবি সভাপতি মনে করেন, অচেনা পরিবেশ চিনতে-বুঝতে আগামী মাসের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজই ভরসা, ‘নিউজিল্যান্ডে যে সিরিজ আছে, ওখানে খেললে অবশ্যই কিছুটা সহায়তা করবে।’

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে কিছুটা মিল থাকায় অক্টোবরের ত্রিদেশীয় সিরিজ কিছুটা সহায়তা করলেও বড় মঞ্চের অনেক কিছুই অচেনা থাকছে বাংলাদেশ দলের। এই দলে থাকা সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সাব্বির রহমান বাদে কারও অস্ট্রেলিয়াতেই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। বাংলাদেশ দল সর্বশেষ অস্ট্রেলিয়া সফর করেছে সেই ২০১৫ বিশ্বকাপে। এখানেই শেষ নয়, বাংলাদেশ যে চারটি ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচ খেলবে, এর মধ্যে শুধু অ্যাডিলেডেই ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সাকিবদের। ২০১৫ বিশ্বকাপে এ মাঠেই ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল বাংলাদেশ। এ মাঠেই এবার বাংলাদেশ খেলবে উপমহাদেশের দুই কঠিন প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের সঙ্গে। ২০১৫ বিশ্বকাপে ব্রিসবেনে গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। আর সিডনি, হোবার্টে তো বাংলাদেশের কখনো পা-ই পড়েনি।

অস্ট্রেলিয়ান কন্ডিশন, উইকেট, মাঠ নিয়ে ধারণা দিতে সবচেয়ে বড় ভরসা দলের অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ জেমি সিডন্স। অবশ্য তিনিও এই মুহূর্তে অস্ট্রেলিয়ার উইকেট নিয়ে নির্দিষ্ট কিছু বলতে চাননি। বরং বল ঠেলে দিলেন দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের দিকে, ‘অজি কন্ডিশনে কাজ করার ভালো অভিজ্ঞতা আছে প্রধান কোচের (শ্রীরাম)। তবে এখানে মাত্র ক্রিকেট মৌসুম শুরু হবে। এখনই বলতে পারছি না মাঠগুলোর উইকেট কেমন হবে। এখন পর্যন্ত দক্ষিণের রাজ্যগুলোয় সূর্যেরই দেখা মেলেনি।’

আমিরাত থেকে ফিরে এক দিনের বিশ্রাম শেষে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামীকাল রওনা দেওয়ার কথা বাংলাদেশের। সেখানেই হয়তো চূড়ান্ত প্রস্তুতি সারবেন সাকিব-সোহানরা। দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কোনো মিল না থাকলেও মরু থেকে বাংলাদেশ ফিরেছে আত্মবিশ্বাস নিয়ে। পরশু ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ যেমন বললেন, এই সাত দিন দেশে কাটালে এত ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল না। গতকাল ঢাকায় পৌঁছে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহানও বললেন একই কথা, ‘গত কিছুদিন আমরা ক্লোজ কিছু ম্যাচ হারছিলাম। এটা ভালো অভ্যাস, আমরা জয়ের ধারায় ফিরেছি। এই আত্মবিশ্বাস নিউজিল্যান্ড ও বিশ্বকাপে কাজে দেবে।’ অচেনা কন্ডিশনে এই মনের জোরটাই বাংলাদেশের বড় ভরসা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত