Ajker Patrika

ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৪: ০২
ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন

নড়াইলের কালিয়ায় হাবিবুল আলম বীরপ্রতীক কলেজের শিক্ষক মনোজ কুমার পোদ্দারের বিরুদ্ধে ইউএনও ও অধ্যক্ষ্যের স্বাক্ষর জালিয়াতি করে সাত মাসের বকেয়া বেতন তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তবে মনোজ কুমার অভিযোগ অস্বীকার করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, মনোজ কুমার পোদ্দারের ৭ মাসের অবৈতনিক ছুটি মঞ্জুর করা্ হয়েছিল। কলেজ কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তিনি কলেজ পরিচালনা কমিটির সভাপতি কালিয়ার ইউএনও মো. আরিফুল ইসলাম ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহামুদুল হকের স্বাক্ষর জালিয়াতি করে সোনালি ব্যাংকের কালিয়া শাখা থেকে ১ লাখ ৯০ হাজার টাকা তোলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহামুদুল হক বলেন, ‘আমি বকেয়া বেতন বিলে স্বাক্ষর করিনি।’

ইউএনও বলেন, ‘আমার স্বাক্ষর স্ক্যানিংয়ের মাধ্যমে জালিয়াতি করা হয়েছে।’ সোনালি ব্যাংক কালিয়া শাখার ম্যানেজার মো. রবিউল ইসলাম বলেন, ‘তুলে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

মনোজ কুমার পোদ্দার জানান, কারও স্বাক্ষর জালিয়াতি করেননি এবং বকেয়া বেতন বাবদ কোনো টাকা ব্যাংক থেকে তোলেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত