তানিম আহমেদ, ঢাকা
দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নানা অস্থিরতা দেখা যাচ্ছে। বিরোধী দলগুলো ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অবস্থান এতে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভেতরের ও বাইরের চাপ বাড়তে পারে বলে ক্ষমতাসীনদের ধারণা। এই অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি দেশে বিরোধীদের আন্দোলন মোকাবিলার লক্ষ্যে সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগী।
আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতার মতে, উন্নয়ন-সহযোগীদের অবস্থান ও চাপ নির্ভর করবে বিএনপির আন্দোলনের ওপর। ফলে বিএনপিকে কঠোর আন্দোলনের সুযোগ দিতে চায় না ক্ষমতাসীন দল। পাশাপাশি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে সরকারের আন্তরিকতার বিষয়টি বিদেশিদের কাছে তুলে ধরা হবে। ওই নেতারা মনে করছেন, ঈদের পর বিদেশিদের তৎপরতা বাড়তে পারে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজের বাংলাদেশে আসার কথা। প্রতিনিধিদলে থাকতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও। গত জানুয়ারিতেও তিনি এসেছিলেন। তাঁর ওই সফরের পর রাজনৈতিক সংলাপের প্রসঙ্গ আলোচনায় এসেছিল। এবারও সংলাপের বিষয়টি সামনে আসতে পারে।
তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, সংলাপ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বিএনপি আন্দোলনের মাধ্যমে সেই অবস্থা সৃষ্টি করতে পারলেই তাদের সঙ্গে সংলাপ হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমেরিকার কর্মকাণ্ডে আমরা অতীতেও চাপ বোধ করিনি, এখনো করি না। তার কারণ, এটা আন্তর্জাতিক আইনেরও বাইরে; ডিপ্লোমেটিক নর্মসেরও বাইরে।’ তিনি আরও বলেন, ‘উন্নয়ন সহযোগী দেশগুলো যদি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, তাহলে তাদের দেশের কোনো অভিজ্ঞতা থাকলে তা নির্বাচন কমিশনের সঙ্গে শেয়ার করতে পারে।’
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা করছে। তাদের একটি প্রতিনিধিদল এরই মধ্যে চীন সফর করে এসেছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল আগামী মাসে ভারত যাবে।
আওয়ামী লীগের কয়েকজন নেতা অবশ্য স্বীকার করেন, নতুন মার্কিন ভিসা নীতির ফলে বিরোধীদের আন্দোলনে কিছুটা হলেও হাওয়া লেগেছে। এই অবস্থায় দেশের পরিবেশ স্বাভাবিক রাখা চ্যালেঞ্জের। এ কারণে বিএনপির কর্মসূচির দিন তারা মাঠে থাকছে। তবে আওয়ামী লীগ কর্মসূচি পালনে সর্বোচ্চ সতর্ক থাকবে, যাতে দেশি-বিদেশি কেউ পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ নিতে না পারে।
মুহাম্মদ ফারুক খান বলেন, ‘আমরা বিএনপির আন্দোলনে কোনো বাধা দিইনি, দেবও না। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে অন্যান্য দেশে যে রকম ব্যবস্থা নেওয়া হয়, বাংলাদেশেও তাই নেওয়া হবে।’
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিএনপির কর্মসূচি থেকে বিভিন্ন উসকানিমূলক কথাবার্তা বলে আমাদের সঙ্গে ঝগড়া বাধানোর চেষ্টা চলছে, যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। তবে তারা আক্রমণ করলে আমরা প্রতিরোধ করব।’
আওয়ামী লীগের একাধিক সূত্রের দাবি, টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় ‘সুবিধাভোগী’ একটি শ্রেণি দুর্নীতিতে জড়িয়েছে। এতে একসময়ের পোড় খাওয়া কর্মীরা নিষ্ক্রিয় হয়ে আছেন। বিভিন্ন জায়গায় নেতা-কর্মীরা বিভক্ত। নির্বাচন সামনে রেখে সেই বিভক্তি দূর করতে কাজ শুরু হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করবেন। ঈদের পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তৃণমূল পর্যায়ে সভা-সমাবেশ ও উঠান বৈঠক করা হবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজকের পত্রিকাকে, ‘আমাদের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি থাকবে। সেগুলো নির্বাচনমুখীই হবে।’
দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নানা অস্থিরতা দেখা যাচ্ছে। বিরোধী দলগুলো ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অবস্থান এতে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভেতরের ও বাইরের চাপ বাড়তে পারে বলে ক্ষমতাসীনদের ধারণা। এই অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি দেশে বিরোধীদের আন্দোলন মোকাবিলার লক্ষ্যে সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগী।
আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতার মতে, উন্নয়ন-সহযোগীদের অবস্থান ও চাপ নির্ভর করবে বিএনপির আন্দোলনের ওপর। ফলে বিএনপিকে কঠোর আন্দোলনের সুযোগ দিতে চায় না ক্ষমতাসীন দল। পাশাপাশি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে সরকারের আন্তরিকতার বিষয়টি বিদেশিদের কাছে তুলে ধরা হবে। ওই নেতারা মনে করছেন, ঈদের পর বিদেশিদের তৎপরতা বাড়তে পারে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজের বাংলাদেশে আসার কথা। প্রতিনিধিদলে থাকতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও। গত জানুয়ারিতেও তিনি এসেছিলেন। তাঁর ওই সফরের পর রাজনৈতিক সংলাপের প্রসঙ্গ আলোচনায় এসেছিল। এবারও সংলাপের বিষয়টি সামনে আসতে পারে।
তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, সংলাপ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বিএনপি আন্দোলনের মাধ্যমে সেই অবস্থা সৃষ্টি করতে পারলেই তাদের সঙ্গে সংলাপ হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমেরিকার কর্মকাণ্ডে আমরা অতীতেও চাপ বোধ করিনি, এখনো করি না। তার কারণ, এটা আন্তর্জাতিক আইনেরও বাইরে; ডিপ্লোমেটিক নর্মসেরও বাইরে।’ তিনি আরও বলেন, ‘উন্নয়ন সহযোগী দেশগুলো যদি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, তাহলে তাদের দেশের কোনো অভিজ্ঞতা থাকলে তা নির্বাচন কমিশনের সঙ্গে শেয়ার করতে পারে।’
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা করছে। তাদের একটি প্রতিনিধিদল এরই মধ্যে চীন সফর করে এসেছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল আগামী মাসে ভারত যাবে।
আওয়ামী লীগের কয়েকজন নেতা অবশ্য স্বীকার করেন, নতুন মার্কিন ভিসা নীতির ফলে বিরোধীদের আন্দোলনে কিছুটা হলেও হাওয়া লেগেছে। এই অবস্থায় দেশের পরিবেশ স্বাভাবিক রাখা চ্যালেঞ্জের। এ কারণে বিএনপির কর্মসূচির দিন তারা মাঠে থাকছে। তবে আওয়ামী লীগ কর্মসূচি পালনে সর্বোচ্চ সতর্ক থাকবে, যাতে দেশি-বিদেশি কেউ পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ নিতে না পারে।
মুহাম্মদ ফারুক খান বলেন, ‘আমরা বিএনপির আন্দোলনে কোনো বাধা দিইনি, দেবও না। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে অন্যান্য দেশে যে রকম ব্যবস্থা নেওয়া হয়, বাংলাদেশেও তাই নেওয়া হবে।’
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিএনপির কর্মসূচি থেকে বিভিন্ন উসকানিমূলক কথাবার্তা বলে আমাদের সঙ্গে ঝগড়া বাধানোর চেষ্টা চলছে, যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। তবে তারা আক্রমণ করলে আমরা প্রতিরোধ করব।’
আওয়ামী লীগের একাধিক সূত্রের দাবি, টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় ‘সুবিধাভোগী’ একটি শ্রেণি দুর্নীতিতে জড়িয়েছে। এতে একসময়ের পোড় খাওয়া কর্মীরা নিষ্ক্রিয় হয়ে আছেন। বিভিন্ন জায়গায় নেতা-কর্মীরা বিভক্ত। নির্বাচন সামনে রেখে সেই বিভক্তি দূর করতে কাজ শুরু হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করবেন। ঈদের পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তৃণমূল পর্যায়ে সভা-সমাবেশ ও উঠান বৈঠক করা হবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজকের পত্রিকাকে, ‘আমাদের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি থাকবে। সেগুলো নির্বাচনমুখীই হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫