Ajker Patrika

সাংবাদিক লিটনকে গ্রেপ্তারের প্রতিবাদ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১: ৪৯
সাংবাদিক লিটনকে গ্রেপ্তারের প্রতিবাদ

জলমহাল লুটপাটের মামলায় দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন শাল্লা প্রেসক্লাব নেতারা। গতকাল শুক্রবার প্রেসক্লাবের সভাপতি পিসি দাস ও সাধারণ সম্পাদক বিপ্লব রায়ের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয় উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় সাংবাদিক লিটনকে আসামি করা হয়েছে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। এ ছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সাংবাদিক লিটনের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।

উল্লেখ্য, দিরাইয়ের কচুয়ায় কালনী নদীর পাশে একটি প্রভাবশালী মহল ওই গ্রামের হিন্দু পরিবারের রেকর্ডকৃত জলমহাল জোর করে ভোগ করে আসছিল। বিষয়টি নিয়ে দিরাই থানায় লিখিত অভিযোগ দেন সংশ্লিষ্টরা। পরে বিষয়টি দিরাই প্রেসক্লাব নেতাদের জানালে সংবাদকর্মীরা প্রভাবশালীদের বিরুদ্ধে সংবাদ করার প্রস্তুতি নেন। এর পরপরই সাংবাদিক লিটনের নামে জলমহাল লুটপাটের মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত