Ajker Patrika

মৌমিতার কণ্ঠে বেগম আখতারের গান

মৌমিতার কণ্ঠে বেগম আখতারের গান

ভারতের কুইন অব গজলখ্যাত বেগম আখতারের জনপ্রিয় গান ‘জোছনা করেছে আড়ি’ নতুন করে গাইলেন ফেরদৌসি মৌমিতা। নতুন সংগীতায়োজনে গানটিতে গিটার বাজিয়েছেন শাফাত শামস, বেজগিটারে ছিলেন ডি এ রেইন এবং কাহন বাজিয়েছেন তানভীর হাসান তুফান। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে মৌমিতার কণ্ঠের গানটি।

‘জোছনা করেছে আড়ি’ গানটি কাভার করা প্রসঙ্গে মৌমিতা বলেন, ‘পরম শ্রদ্ধাভাজন শিল্পী বেগম আখতারের প্রতি শ্রদ্ধা রেখে আমি গানটি কাভার করেছি। জানি না কতটুকু ভালো গাইতে পেরেছি, তবে সর্বোচ্চ চেষ্টা করেছি। ইউটিউবে প্রকাশের পর অনেকেই ভালো বলছেন, এটাই আমার প্রাপ্তি।’

রোজা শুরুর আগে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ফেরদৌসি মৌমিতা। বর্তমানে বেশ কিছু মৌলিক গানের কাজ করছেন তিনি। কাজ শেষ করে দ্রুত গানগুলো প্রকাশ করা হবে বলে জানান মৌমিতা। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘গান নিয়ে আমার অনেক স্বপ্ন। জানি না সেই স্বপ্ন কতটুকু পূরণ করতে পারব। তবে গানের জন্য আমি নিবেদিত। নিজেকে গানে সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করছি।’

মৌমিতা ভারতের হৃষিকেশ গাংগুদের কাছে শিখেছেন হিন্দুস্তানি ক্ল্যাসিক্যাল। পরবর্তী সময়ে ভারতের ‘কিরানা’ ঘরানা শিখেছেন অনুপ সিং-এর কাছে। গজলের পাশাপাশি আধুনিক গানেও বেশ সাবলীল মৌমিতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত