Ajker Patrika

নৌকার স্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে হামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ৪৪
নৌকার স্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে হামলা

মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর তিনটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় সিপাহীপাড়া, হাতিমারা ও দালালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলায় আহত হয়েছেন পাঁচজন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ-সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন মোল্লার সমর্থকেরা এ হামলা চালান বলে অভিযোগ করেছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ। অন্যদিকে মোশারফ মোল্লার দাবি, বাচ্চু শেখ আগে তাঁর লোকজনের ওপর হামলা চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কমল বলেন, ‘সন্ধ্যায় আমরা ক্যাম্পে বসে ছিলাম। হঠাৎ নৌকা নৌকা বলে স্লোগান দিতে দিতে মোটরসাইকেল নিয়ে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের নেতা-কর্মী এসে হামলা চালিয়েছে।’

ঘোড়া প্রতীকের প্রার্থী বাচ্চু শেখ বলেন, ‘সন্ধ্যায় প্রচারের সময় সিপাহীপাড়া ক্যাম্প ভাঙচুর করেছে ১৫-২০ জন। পরে খবর পাই আমার আরও দুটি ক্যাম্প ভাঙচুর করে লোকজনকে মারধর করেছে তারা। আমার পাঁচজন কর্মী আহত হয়েছে।’

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন মোল্লা বলেন, ‘বাচ্চু শেখ কাজী কসবা এলাকায় ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে আমার কয়েকজন কর্মীকে মারধর করে ও হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে আমার অন্য কর্মী-সমর্থকেরা বিষয়টির খবর পেয়ে উত্তেজিত হয়ে বাচ্চুর ক্যাম্পে গিয়েছিল। প্রথমে তিনি মারধর করায় আমার সমর্থকেরা ভাঙচুর করেছে।’

এ বিষয়ে হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, ‘আমরা দুটি ক্যাম্প ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত