দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে সিনেমা বানিয়েছেন সৈয়দা নিগার বানু। বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় তৈরি এ সিনেমার নাম ‘নোনা পানি’। সুন্দরবনের কাছের একটি গ্রাম। প্রকৃতিতে জলবায়ু পরিবর্তন আর সমাজে মনুষ্যসৃষ্ট বিভিন্ন বিপর্যয়ের শিকার হয়ে এ অঞ্চলের কেউ ভিটে-মাটি হারিয়েছে, কেউ আশ্রয় নিয়েছে অন্য এলাকায়। সেই সঙ্গে তারা যেন হারিয়ে ফেলেছে নিজেদের আত্মপরিচয়ও। এমন তিনটি চরিত্র রোম্বা, দশপাই ও কৃষ্ণাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প।
স্বামী পরিত্যক্তা রোম্বা আইলার শিকার। ভাগ্য পরিবর্তনের আশায় অভিবাসিত হয়েছে জাবুসা গ্রামে। মঙ্গা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করে সে। এ চরিত্রে অভিনয় করেছেন বিলকিস বানু জবা। অন্যদিকে দশপাই চরিত্রটি পুরুষ না নারী—এই ধন্দ গ্রামের মানুষের মধ্যে থেকে আজও দূর হয়নি। মন্দিরের পাশেই একটি পরিত্যক্ত ঘরে বাস করে সে। ভালো গান করে। কাজী রাকিবুল হক রিপন অভিনয় করেছেন এ চরিত্রে। আর যাত্রাদলের অভিনেত্রী কৃষ্ণা চরিত্রে দেখা যাবে জয়িতা মহলানবিশকে। সুরেলা কণ্ঠ থাকলেও শরীরটা তাঁর আকর্ষণীয় নয়, এ কারণে যাত্রাপালার নায়িকা হতে পারে না সে। যাত্রাদলের ম্যানেজার ইস্কেন্দার মির্জার চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
‘নোনা পানি’র নির্মাতা সৈয়দা নিগার বানু নিজেও খুলনার সন্তান। সেখানকার চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত তিনি। দক্ষিণাঞ্চলের জলবায়ু পরিবর্তন, জীবিকার জন্য মানুষের সংগ্রাম তাঁকে বরাবরই পীড়িত করে। ‘নোনা জল’ সিনেমায় তাই সে অঞ্চলের মানুষের কথা বলতে চেয়েছেন নিগার। শুটিং হয়েছে খুলনার বারোয়াড়িয়া, সাতক্ষীরার শ্যামনগরসহ সুন্দরবনসংলগ্ন কয়েকটি এলাকায়। চিত্রগ্রহণে ছিলেন নেহাল কোরায়েশী। যেহেতু ‘নোনা পানি’ খুলনাঞ্চলের গল্প, তাই খুলনার মানুষকেই সিনেমাটি প্রথম দেখাতে চেয়েছিলেন নির্মাতা।
আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে হবে ‘নোনা পানি’র প্রিমিয়ার শো। পরবর্তী সময়ে ঘোষণা করা হবে মুক্তির তারিখ।
দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে সিনেমা বানিয়েছেন সৈয়দা নিগার বানু। বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় তৈরি এ সিনেমার নাম ‘নোনা পানি’। সুন্দরবনের কাছের একটি গ্রাম। প্রকৃতিতে জলবায়ু পরিবর্তন আর সমাজে মনুষ্যসৃষ্ট বিভিন্ন বিপর্যয়ের শিকার হয়ে এ অঞ্চলের কেউ ভিটে-মাটি হারিয়েছে, কেউ আশ্রয় নিয়েছে অন্য এলাকায়। সেই সঙ্গে তারা যেন হারিয়ে ফেলেছে নিজেদের আত্মপরিচয়ও। এমন তিনটি চরিত্র রোম্বা, দশপাই ও কৃষ্ণাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প।
স্বামী পরিত্যক্তা রোম্বা আইলার শিকার। ভাগ্য পরিবর্তনের আশায় অভিবাসিত হয়েছে জাবুসা গ্রামে। মঙ্গা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করে সে। এ চরিত্রে অভিনয় করেছেন বিলকিস বানু জবা। অন্যদিকে দশপাই চরিত্রটি পুরুষ না নারী—এই ধন্দ গ্রামের মানুষের মধ্যে থেকে আজও দূর হয়নি। মন্দিরের পাশেই একটি পরিত্যক্ত ঘরে বাস করে সে। ভালো গান করে। কাজী রাকিবুল হক রিপন অভিনয় করেছেন এ চরিত্রে। আর যাত্রাদলের অভিনেত্রী কৃষ্ণা চরিত্রে দেখা যাবে জয়িতা মহলানবিশকে। সুরেলা কণ্ঠ থাকলেও শরীরটা তাঁর আকর্ষণীয় নয়, এ কারণে যাত্রাপালার নায়িকা হতে পারে না সে। যাত্রাদলের ম্যানেজার ইস্কেন্দার মির্জার চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
‘নোনা পানি’র নির্মাতা সৈয়দা নিগার বানু নিজেও খুলনার সন্তান। সেখানকার চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত তিনি। দক্ষিণাঞ্চলের জলবায়ু পরিবর্তন, জীবিকার জন্য মানুষের সংগ্রাম তাঁকে বরাবরই পীড়িত করে। ‘নোনা জল’ সিনেমায় তাই সে অঞ্চলের মানুষের কথা বলতে চেয়েছেন নিগার। শুটিং হয়েছে খুলনার বারোয়াড়িয়া, সাতক্ষীরার শ্যামনগরসহ সুন্দরবনসংলগ্ন কয়েকটি এলাকায়। চিত্রগ্রহণে ছিলেন নেহাল কোরায়েশী। যেহেতু ‘নোনা পানি’ খুলনাঞ্চলের গল্প, তাই খুলনার মানুষকেই সিনেমাটি প্রথম দেখাতে চেয়েছিলেন নির্মাতা।
আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে হবে ‘নোনা পানি’র প্রিমিয়ার শো। পরবর্তী সময়ে ঘোষণা করা হবে মুক্তির তারিখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫