Ajker Patrika

দরজিপাড়ায় ব্যস্ততা বেড়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২: ৫৩
দরজিপাড়ায় ব্যস্ততা বেড়েছে

করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ দুই বছর পর খুলে দেওয়া হয়েছে সবকিছু। ঈদকে ঘিরে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার পোশাক তৈরির কারিগরেরা। রোজার প্রথম সপ্তাহে অর্ডার নেওয়া শেষ পর্যায়ে বলে জানিয়েছেন তাঁরা।

চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন মার্কেটসহ পাড়া-মহল্লার ছোট ছোট সেলাইয়ের দোকানগুলোতে ঘুরে সেলাই শ্রমিকদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। শহরের ইমার্জেন্সি রোডের হৃদয় টেইলার্সের স্বত্বাধিকারী মুনছুর আলী জানান, এ বছর রমজানের শুরুর এক সপ্তাহ আগে থেকেই পোশাক তৈরির অর্ডার পাচ্ছেন। তবে করোনার সংক্রমণ থাকায় ২ বছর তেমন ব্যবসা হয়নি। যেহেতু এবার করোনা নেই তাই অনেক অর্ডার পাওয়া যাচ্ছে। নতুন অর্ডার নেওয়া প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে।

ইমার্জেন্সি রোডের শোভা টেইলার্সের স্বত্বাধিকারী আরিফ হোসেন বলেন, ‘এবার রমজানের শুরুতেই ভালো অর্ডার পাচ্ছি। যেহেতু অর্ডার বেশি তাই গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। করোনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, আশা করি তা কাটিয়ে উঠতে পারব।’

চুয়াডাঙ্গার পুরোনো গলির ভেতর অবস্থিত মাহিয়া বস্ত্রালয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জানান, এবার রমজানের শুরুতেই ভালো অর্ডার পাচ্ছেন। আশা করছেন, ঈদে ভালো ব্যবসা হবে।

চুয়াডাঙ্গার আব্দুল্লাহ সিটির প্রজাপতি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সানজিদ সিফাত জানান, দোকানে নারী ক্রেতাদের ভিড় বেশি। এ বছর ইন্ডিয়ান ভিনয়, হানসা, ফিরনাসহ নানান পোশাক মজুত আছে। ইন্ডিয়ান ভিনয় ৩ হাজার ২৫০ টাকা থেকে শুরু করে ৪ হাজার ৮৫০ পর্যন্ত বিক্রি করা হচ্ছে। হানসা থ্রি-পিচ পাওয়া যাচ্ছে ৩ হাজার ৮৫০ টাকা, ইন্ডিয়ান ফিরনা ৪ হাজার ২৫০ টাকা থেকে শুরু করে ৬ হাজার ৫৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে। সুতি জয়পুরি থ্রি-পিচ ৫৮০ টাকা থেকে শুরু করে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আর সুতি অ্যাম্ব্রয়ডারি থ্রি-পিচ ১ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৯৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

সেলাই শ্রমিক আশিক আলি বলেন, ‘করোনার কারণে গত দুই বছর তেমন কাজ না থাকায় পরিবার নিয়ে ঈদ করতে খুবই কষ্ট হয়েছে। এবার ঈদে কাজ অনেক বেশি থাকায় আশার আলো দেখতে পাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত