Ajker Patrika

নতুন বিজ্ঞাপনে জায়েদ খান, ঈদে আসছে সোনার চর

নতুন বিজ্ঞাপনে জায়েদ খান, ঈদে আসছে সোনার চর

ঢাকাই শোবিজ ইন্ডাস্ট্রির আলোচিত ও সমালোচিত নাম জায়েদ খান। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত। কখনো ঘড়ি, টি-শার্ট, ব্লেজারের দাম ও ব্র্যান্ড জানিয়ে, কখনো আবার স্টেজে ডিগবাজি দিয়ে ভাইরাল এই অভিনেতা। ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় থাকলেও জায়েদ জানিয়েছিলেন এখন থেকে কাজে মনোযোগ দিতে চান তিনি। সেই কথামতো আগামী রোজার ঈদে ‘সোনার চর’ সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন জায়েদ। গতকাল সোনার চর সিনেমার পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। সে অনুষ্ঠানেই নির্মাতা জানান, আগামী রোজার ঈদে মুক্তি পাবে সোনার চর।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাঁর কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে সোনার চর। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এতে জায়েদ খানকে দেখা যাবে বীর মুক্তিযোদ্ধার চরিত্রে। জায়েদ খান বলেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা হচ্ছে সোনার চর। চরিত্রের প্রয়োজনে চুল কাটিনি প্রায় দুই বছর। শীতের সময় সাঁতার কেটে নদী পার হয়েছি। “অন্তর জ্বালা”র পর নতুন জায়েদকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছি, গড়েছি। কতটুকু করতে পেরেছি সেটা বলবে দর্শক।’

‘সোনার চর’ সিনেমার শুটিংয়ে মৌসুমী ও ওমর সানীর সঙ্গে জায়েদ খানএতে আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রযোজনা করেছেন জাহাঙ্গীর সিকদার।

এদিকে সিনেমার পাশাপাশি আবার বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন জায়েদ খান। ক্যারিয়ারের শুরুটা বিজ্ঞাপনের মডেল হিসেবে হলেও সিনেমায় আসার পর আর বিজ্ঞাপন করা হয়নি তাঁর। বিরতি কাটিয়ে চলতি মাসের শুরুতে দীর্ঘদিন পর প্রচারে এসেছিল এই অভিনেতার নতুন ওভিসি। এবার নতুন আরও এক বিজ্ঞাপনে মডেল হলেন জায়েদ খান। অনন্য মামুনের পরিচালনায় এই বিজ্ঞাপনচিত্রে জায়েদের সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা জলি।

বিজ্ঞাপনচিত্রে জলির সঙ্গে জায়েদ নতুন বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বরের মতো জায়েদ খান জলিকে নিয়ে ছুটলেন বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন সমদ্রসৈকতে। নতুন বউকে নিয়ে উঠলেন আন্তর্জাতিক মানের এক হোটেলে। এমনই চিত্রনাট্যে একটি পাঁচতারকা হোটেলের বিজ্ঞাপনের শুটিং হলো ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। টানা তিন দিন এই বিজ্ঞাপনের শুটিং করেছেন জায়েদ-জলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত