Ajker Patrika

যানজটে দুর্ভোগ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৫৫
যানজটে দুর্ভোগ

নীলফামারীর জলঢাকা পৌরশহর যানজটের শহরে পরিণত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশা, ভ্যান ও অটোরিকশা দাঁড়িয়ে থাকাসহ ফুটপাতে দোকানপাট গড়ে ওঠায় সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানা যায়, পৌরশহর দিয়ে পাটগ্রামের বুড়িমারী, ডোমারের চিলাহাটি ও তেঁতুলিয়ার বাংলাবান্ধা—এই তিনটি স্থলবন্দর থেকে প্রতিদিন বহু পণ্যবাহী গাড়ি চলাচল করে। এ ছাড়া ডালিয়া, ডোমার, ডিমলা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে দেশের দক্ষিণ অঞ্চলের হাজার হাজার যানবাহন চলাচল করে।

স্থানীয় লোকজন জানান, এখানকার বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করায় আয়–রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছেন রিকশা, ভ্যান, ইজিবাইক ও অটোরিকশা। ট্রাফিক পুলিশের ইনচার্জ মনিরুল আলম বলেন, ‘এখানকার অবস্থা অনুযায়ী আমাদের জনবলসংকট। পৌরশহরটিতে মানুষের চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা না থাকায় একই রাস্তা দিয়ে গাড়ি, রিকশাভ্যান ও মানুষ চলাচল করতে হচ্ছে। এ ছাড়া নাইটকোচগুলো রাখার পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে।’

পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, ‘উন্নয়নের অংশ হিসেবে বাইপাস সড়ক নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত