Ajker Patrika

নেতা–কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১০: ১৭
নেতা–কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন

১৫ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীর মুক্তির দাবিতে আমতলীতে মানববন্ধন করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহস্রাধিক নেতা-কর্মী তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেন।

জানা গেছে, পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগনে আবুল কালাম আজাদকে গত ২১ মে রাতে মাইঠা এলাকায় কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনার ১২ জুন আহত আজাদ বাদী হয়ে ১৫ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর গত মঙ্গলবার পুলিশ আসামিদের আদালতে হাজির করে। এ সময় তাদের মুক্তির দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহস্রাধিক নেতা-কর্মী মানববন্ধন করে।

পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল-হাসান আরিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ফকির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত