Ajker Patrika

বিশ্ব কিডনি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

টাঙ্গাইল ও সখীপুর প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫: ২০
বিশ্ব কিডনি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগে শেখ হাসিনা মেডিকেল কলেজের গেটের সামনে থেকে একটি শোভাযাত্রা করা হয়।

শোভাযাত্রাটি হাসপাতাল ক্যাম্পাসসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। এ সময় বক্তব্য দেন ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার সুকুমার সাহা, সিনিয়র ম্যানেজার মামুন উর রশিদ তালুকদার এবং ক্যাম্পসের ক্রয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম রনজু প্রমুখ

এদিকে সখীপুরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য ‘সুস্থ কিডনি সবার জন্য-জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য’। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কিডনি আওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এই শোভাযাত্রার আয়োজন করে।

কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এ শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা। শোভাযাত্রাটি সখীপুর থানা সংলগ্ন ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সখীপুর ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসক মো. ওমর ফারুক, মো. আবু নাঈম, মো. লোকমান হোসাইন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমবিয়া সুলতানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত