Ajker Patrika

খালেদার চিকিৎসার দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ৩৪
খালেদার চিকিৎসার দাবিতে বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। গতকাল বুধবার এ বিক্ষোভ মিছিল করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন দলটির নেতারা।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ পাহেলী বলেন, ‘বুধবার শহরের মৎস্যজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ড. আতাউল গনির কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।’

বিক্ষোভ পরবর্তী সমাবেশে নেতারা বলেন, খালেদা জিয়া নানান জটিল রোগে আক্রান্ত। তাঁর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ম্যাডামের চিকিৎসকেরা তাঁকে বিদেশে পাঠানোর জন্য সুপারিশ করেছেন। তাঁকে বিদেশ পাঠাতে কোনো আইনগত বাধা নেই। এ অবস্থায় তাঁর কোনো ক্ষতি হলে তার দায়ভার সরকারকে নিতে হবে।

খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, শফিকুর রহমান লিটন, ফরহাদ ইকবাল, শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী, আতাউর রহমান জিন্নাহ, রাশেদুল আলম, শফিকুর রহমান খান, একেএম মনিরুল হকসহ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত