Ajker Patrika

ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৬: ৪০
ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরে বড় ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় তিন মাস ধরে একাধিকবার ধর্ষণের ঘটনায় গত মঙ্গলবার থানায় মামলা করেন ওই গৃহবধূ।

গ্রেপ্তার হওয়া দেবরকে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধর্ষণের ভিডিওচিত্র করে জিম্মি করার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।

মামলার এজাহার ও ঘটনার শিকার গৃহবধূর সঙ্গে আলাপ করে জানা যায়, দীর্ঘদিন ধরেই তাঁকে উত্ত্যক্ত করছিলেন দেবর। প্রায় তিন মাস আগে ঘরে একা পেয়ে দেবর তাঁকে ধর্ষণ করে কৌশলে ভিডিও ধারণ করেন। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও কয়েকবার তাঁকে ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ৪ ডিসেম্বর বিকেলেও তাঁকে ধর্ষণ করা হয়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বিষয়টি পাঁচ-ছয় দিন আগে তিনি স্বামীকে খুলে বলেন। এ নিয়ে পারিবারিকভাবে আপসের চেষ্টা ব্যর্থ হয়। এরপর স্বামীকে সঙ্গে নিয়ে থানায় এসে মামলা করেন ওই গৃহবধূ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তিনি এখন জেলা কারাগারে রয়েছেন। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত