Ajker Patrika

এসি-ল্যান্ডের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৩: ২৬
এসি-ল্যান্ডের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলামের বিরুদ্ধে এক নারী সহকর্মীকে ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারী এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মালির কাজ করেন। এ বছর মার্চ মাসে মো. নাজমুল ইসলাম আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যোগদান করেন। গত জুলাই মাসে ইউএনও আসাদুজ্জামান বদলি হওয়ার পর তিন মাস নাজমুল ইসলাম ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব তিনি পালন করছেন। তিনি বেশ কয়েকবার ওই নারীকে যৌন হয়রানি করেছেন। বিষয়টি ওই নারী অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের জানিয়েছেন। গত বৃহস্পতিবার মো. নাজমুল ইসলাম বিকেলে অফিসে আসেন। তখন ওই নারী কম্পিউটার অপারেটর আবদুস সালামের কক্ষে বসে ছিলেন। এ সময় নাজমুল সেখানে গিয়ে আবদুস সালামকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। কম্পিউটার অপারেটর বের হয়ে গেলে, তিনি ওই নারীকে যৌন হয়রানি করেন। তখন ওই নারী চিৎকার করে কক্ষ থেকে বেরিয়ে আসেন। এ সময় অফিসে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে ওই নারীকে চাকরি বাতিল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাজা দেওয়ার ভয় দেখিয়ে নাজমুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ওই নারী বলেন, ‘আমি এ ঘটনার বিচার চেয়ে ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি। এসিল্যান্ড এখন আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।’

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাকে হেয় করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ মুঠোফোনে বলেন, ‘আমি ছুটিতে রয়েছি। তবে ওই নারীর লিখিত অভিযোগের বিষয়টি জেনেছি। অফিসে ফিরে এ বিষয়ে পদক্ষেপ নেব।’

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেছেন, প্রকৃত ঘটনা জেনে তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত