Ajker Patrika

অর্ধশতাধিক দোকান পুড়ল আগুনে

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৮: ১৩
অর্ধশতাধিক দোকান  পুড়ল আগুনে

তে অগ্নিকাণ্ডে অর্শধতাধিক দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে শহরের নিউ মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুদি মনিহারি, কসমেটিকস, কৃষি পণ্যের দোকান, প্লাস্টিক ও মাছ মাংসের আড়তসহ ৬০-৭০টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।

তালুকদার স্টোরের মালিক মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের প্রায় ৫০ লাখ টাকার মালপত্র ছিল। গুদামসহ আমাদের দোকানের সব পুড়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি। পুরোপুরি শেষ হয়ে গেল আমাদের দোকান। আমি ভোররাতে শুনতে পাই নিউ মার্কেটে আগুন লেগেছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখি আমার দোকান পুড়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে ওঠা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে।’

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত