Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ১৬
খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদল এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় এ মিছিল করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে উপজেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় এ মিছিল করেন উপজেলা ছাত্রদলের নেতা–কর্মী ও সমর্থকেরা।

সরেজমিনে দেখা গেছে, মিছিলটি প্রাগপুর-কুষ্টিয়া প্রধান সড়কের তারাগুনিয়া এলাকা প্রদক্ষিণ করে। স্থানীয়দের দাবি, দৌলতপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের এমন কোনো কর্মসূচি হতে দেখা যায়নি।

কোটচাঁদপুর (ঝিনাইদহ): মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা-কর্মীরা। সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির নেতা-কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়ার মুক্তির স্লোগানে মিছিল করছে বিএনপির নেতা–কর্মীরা। সে সময় তাঁদের হাতে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও স্থানীয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ফারুক হোসেন খোকনের ছবি সংবলিত প্ল্যাকার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত