Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ১৬
খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদল এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় এ মিছিল করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে উপজেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় এ মিছিল করেন উপজেলা ছাত্রদলের নেতা–কর্মী ও সমর্থকেরা।

সরেজমিনে দেখা গেছে, মিছিলটি প্রাগপুর-কুষ্টিয়া প্রধান সড়কের তারাগুনিয়া এলাকা প্রদক্ষিণ করে। স্থানীয়দের দাবি, দৌলতপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের এমন কোনো কর্মসূচি হতে দেখা যায়নি।

কোটচাঁদপুর (ঝিনাইদহ): মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা-কর্মীরা। সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির নেতা-কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়ার মুক্তির স্লোগানে মিছিল করছে বিএনপির নেতা–কর্মীরা। সে সময় তাঁদের হাতে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও স্থানীয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ফারুক হোসেন খোকনের ছবি সংবলিত প্ল্যাকার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ক্রিকেটে বিরল ঘটনা, ট্রফি ছাড়াই ভারতের উদ্‌যাপন

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু

ঘুষ-দুর্নীতির অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে, অপবাদে কেঁদেছেন কর্মচারীও

মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছিলেন হান্নান মাসউদ, সেই রাব্বি ফের চাঁদাবাজির অভিযোগে আটক‎

মিশিগানের গির্জায় হামলাকারী ইরাক যুদ্ধের সৈনিক, অর্থসংকটে হাতও পেতেছিলেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত