সুজন পোদ্দার, কচুয়া (চাঁদপুর)
চাঁদপুরের কচুয়ায় নভেম্বর-ডিসেম্বরে আলু রোপণের সময় ভারী বর্ষণ হওয়ায় কৃষকেরা নিরুৎসাহিত হলেও যাঁরা আশায় বুক বেঁধে ঝুঁকি নিয়ে চাষ করেছেন, এখন তাঁরা লাভবান হচ্ছেন। আলু রোপণের পর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে অন্যান্য বছরের চেয়ে বেশি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর কচুয়ায় ১ হাজার ৯১০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে ডায়মন্ড জাতের আলু ১ হাজার ৫৮০, মালটা জাতের ২১০, বারি-২৫ (লাল) ১২০ হেক্টরে চাষাবাদ হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে আলু উত্তোলন শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরো উপজেলায় আলু উত্তোলনের হিড়িক পড়বে বলে কৃষকেরা জানান।
এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের স্থানীয়ভাবে আলু সংরক্ষণসহ হিমাগারে মজুতের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আগামী ১৫ দিনে ভারী বৃষ্টিপাত না হলে কৃষকের প্রত্যাশিত আলু ঘরে উঠবে ও তাঁরা লাভের মুখ দেখবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন।
উপজেলার বুধুন্ডা গ্রামের চাষি শহিদুল ইসলাম বলেন, ‘চার একর জমিতে আলু চাষ করেছি, ফলন পেয়েছি প্রায় ১ হাজার ২৫০ মণ। এ আলু ইতিমধ্যে হিমাগারে সংরক্ষণ করেছি। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ৯ থেকে ১০ টাকা। বর্তমানে ১২ থেকে ১৩ টাকা পাইকারি মূল্যে আলু বিক্রি হচ্ছে। এ হিসাবে আমি প্রতি কেজি আলুতে অন্তত দেড় থেকে দুই টাকা লাভের মুখ দেখছি। দুই/আড়াই মাস পর সংরক্ষিত আলুর দাম আরও বেড়ে গেলে লাভের অঙ্কও বেড়ে যাবে।’
উপজেলার দোয়াটি গ্রামের রুহি দাস বলেন, ‘১৩০ শতক জমিতে আলু চাষ করেছি। আমার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। প্রতি গণ্ডায় (৬ শতক) অন্তত ২০ মণ করে ফলন পাব আশা করছি। কেজি প্রতি পাইকারি ১৩ টাকা মূল্যে বিক্রি করলেও প্রায় ৭০/৭২ হাজার টাকা লাভের মুখ দেখব।’
এ ব্যাপারে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ বছর উপজেলায় ১ হাজার ৯১০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আবহাওয়া বিগত বছরের তুলনায় ভালো থাকায় ফলন এ বছর বেশি হয়েছে। আগামী ১৫ দিন ভারী বৃষ্টিপাত না হলে আলুচাষিরা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।
চাঁদপুরের কচুয়ায় নভেম্বর-ডিসেম্বরে আলু রোপণের সময় ভারী বর্ষণ হওয়ায় কৃষকেরা নিরুৎসাহিত হলেও যাঁরা আশায় বুক বেঁধে ঝুঁকি নিয়ে চাষ করেছেন, এখন তাঁরা লাভবান হচ্ছেন। আলু রোপণের পর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে অন্যান্য বছরের চেয়ে বেশি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর কচুয়ায় ১ হাজার ৯১০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে ডায়মন্ড জাতের আলু ১ হাজার ৫৮০, মালটা জাতের ২১০, বারি-২৫ (লাল) ১২০ হেক্টরে চাষাবাদ হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে আলু উত্তোলন শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরো উপজেলায় আলু উত্তোলনের হিড়িক পড়বে বলে কৃষকেরা জানান।
এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের স্থানীয়ভাবে আলু সংরক্ষণসহ হিমাগারে মজুতের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আগামী ১৫ দিনে ভারী বৃষ্টিপাত না হলে কৃষকের প্রত্যাশিত আলু ঘরে উঠবে ও তাঁরা লাভের মুখ দেখবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন।
উপজেলার বুধুন্ডা গ্রামের চাষি শহিদুল ইসলাম বলেন, ‘চার একর জমিতে আলু চাষ করেছি, ফলন পেয়েছি প্রায় ১ হাজার ২৫০ মণ। এ আলু ইতিমধ্যে হিমাগারে সংরক্ষণ করেছি। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ৯ থেকে ১০ টাকা। বর্তমানে ১২ থেকে ১৩ টাকা পাইকারি মূল্যে আলু বিক্রি হচ্ছে। এ হিসাবে আমি প্রতি কেজি আলুতে অন্তত দেড় থেকে দুই টাকা লাভের মুখ দেখছি। দুই/আড়াই মাস পর সংরক্ষিত আলুর দাম আরও বেড়ে গেলে লাভের অঙ্কও বেড়ে যাবে।’
উপজেলার দোয়াটি গ্রামের রুহি দাস বলেন, ‘১৩০ শতক জমিতে আলু চাষ করেছি। আমার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। প্রতি গণ্ডায় (৬ শতক) অন্তত ২০ মণ করে ফলন পাব আশা করছি। কেজি প্রতি পাইকারি ১৩ টাকা মূল্যে বিক্রি করলেও প্রায় ৭০/৭২ হাজার টাকা লাভের মুখ দেখব।’
এ ব্যাপারে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ বছর উপজেলায় ১ হাজার ৯১০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আবহাওয়া বিগত বছরের তুলনায় ভালো থাকায় ফলন এ বছর বেশি হয়েছে। আগামী ১৫ দিন ভারী বৃষ্টিপাত না হলে আলুচাষিরা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫