Ajker Patrika

টিকা পাচ্ছে ফকিরহাটের ১৩ হাজার স্কুলশিক্ষার্থী

আবুল আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট)
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৬: ০৯
টিকা পাচ্ছে ফকিরহাটের ১৩ হাজার স্কুলশিক্ষার্থী

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১২ বছর থেকে ১৬ বছর বয়সী ১৩ হাজার স্কুলশিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার টিকাকেন্দ্র ও বিভিন্ন ইউনিয়নে অস্থায়ী কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) কামাল হোসেন জানান, উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি দাখিল মাদ্রাসার প্রায় ১৩ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। ফকিরহাটে শতভাগ করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে আটটি টিকাকেন্দ্র করে টিকা দেওয়ার কাজ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কুয়াশা ঢাকা শীতের সকালে টিকা নিতে আসা শিক্ষার্থীদের কলরবে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় টিকাকেন্দ্রগুলোতে। বেশির ভাগ শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক টিকাকেন্দ্রে আসলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তত্ত্বাবধানে দল বেঁধে শিক্ষার্থীরা টিকা নিতে আসে। তবে এই ছাত্র-ছাত্রীদের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানার বিষয়ে উদাসীন দেখা যায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তাগিদ দিলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়িত হচ্ছে না। কেন্দ্রগুলোতে ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে আসা শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমা খানম, সোহেলী আক্তার, ঝর্ণা রাণীসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, সুঁই ফুটিয়ে টিকা নিতে ভয় করলেও করোনাভাইরাস প্রতিরোধে সামিল হতে টিকা নিচ্ছে। তারা মা-বাবা ও স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায় টিকা নিতে উদ্বুদ্ধ হয়েছে।

উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা বাজার জামে মসজিদে বেতাগা ইউনিয়নের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। এ কেন্দ্রে আসা বেতাগা ইউনাইটেড আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরিমল দাস, রহিম শেখ, রুবেল হোসেনসহ কয়েকজন ছাত্র জানায়, টিকা দিতে এসে তাদের খুব ভালো লাগছে। টিকা দেওয়ার ফলে পরোক্ষভাবে তাদের পরিবারও নিরাপদ থাকবে। তাদের যে সব বন্ধুরা এখনো টিকা দেয়নি তাদের বুঝিয়ে টিকাকেন্দ্রে নিয়ে আসার কাজ করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, উপজেলার শতকরা ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে কাজ করছেন। ইতিমধ্যে ৯৮ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ এবং ৭২ হাজার ৪০০ জনকে দ্বিতীয় টিকা প্রদান করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত