Ajker Patrika

নৌকা না পেয়ে ক্ষোভ হতাশা আ.লীগ নেতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ১০
নৌকা না পেয়ে ক্ষোভ হতাশা আ.লীগ নেতার

কমলগঞ্জে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার সংবাদ সম্মেলন করেছেন। গত সোমবার বিকেল সাড়ে ৪টায় মুন্সীবাজারের নিজ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, ‘২০১৯ সালের উপজেলা নির্বাচনে আমি নৌকার পক্ষে থাকায় ইউপি নির্বাচনে নৌকা পাইনি। টাকার বিনিময়ে নৌকা প্রতীক বিক্রি হয়েছে।’

আব্দুল মোতালিব তরফদার আরও বলেন, দলের আদর্শ, উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে আসছি। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছি। বিগত ইউপি নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হই। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণসহ এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছি।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন বলেন, তাঁর নাম প্রথম সারিতে রেখে জেলা আওয়ামী লীগের সম্পাদকের কাছে পাঠিয়েছি। জানি না কীভাবে নামটি বাদ গেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত