Ajker Patrika

ক্যানসারের চিকিৎসায় করোনার বাধা

আজাদুল আদনান, ঢাকা
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ০০
ক্যানসারের চিকিৎসায় করোনার বাধা

রক্তে ক্যানসার নিয়ে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কুড়িগ্রামের শেফালি আক্তার (৫৮)। প্রতিবার কেমোথেরাপি নেওয়ার পর বয়োবৃদ্ধ এই রোগীকে করোনা পরীক্ষা করাতে বলতেন চিকিৎসক। কিন্তু ওই হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় অন্য হাসপাতালে নমুনা দিয়ে তিন-চার দিন অপেক্ষা করতে হতো তাঁকে। এভাবে চিকিৎসা চলার একপর্যায়ে গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন। ফলে থেরাপি দেওয়া বন্ধ রেখে করোনা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাঁকে। পরে সেখান থেকে ক্যানসার নিয়েই গ্রামের বাড়িতে ফিরে যান এই নারী।

শুধু শেফালি নন, করোনার কারণে ক্যানসারের চিকিৎসায় এমন বিড়ম্বনার শিকার হতে হয় এমন অসংখ্য রোগীকে। এতে হাল ছেড়ে চিকিৎসা শেষ না করেই বাড়ি ফিরেছেন কেউ না কেউ। আবার কেউ বাড়িতে থেকেই ক্যানসারে ধুঁকছেন। এ ছাড়া রাজধানীকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা হওয়ায় সেবা পেতে জটিলতা এবং মাত্রাতিরিক্ত চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে অকালেই ঝরে যাচ্ছে বহু ক্যানসারের রোগী। এমন পরিস্থিতির মধ্যেই আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যানসার দিবস।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে, করোনা মধ্যে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ক্যানসারের রোগী কমেছে ৫০ শতাংশ। ২০২০ সালের মার্চে দেশে করোনা হানা দেওয়ার পর ওই বছর ক্যানসারের চিকিৎসা শেষ না করেই ৩০ শতাংশ রোগী হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন। চিকিৎসা শেষ না করা এসব রোগীর ৭৫ শতাংশই এক বছরের মধ্যে মারা গেছেন বলে প্রতিষ্ঠানটির এক গবেষণায় উঠে আসছে। এ ছাড়া করোনায় আক্রান্ত হওয়া রোগীর শরীরে ক্যানসারের জটিলতা বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভুক্ত প্রতিষ্ঠান গ্লোবোক্যানের ২০২০ সালের তথ্য বলছে, দেশে প্রতিবছর দেড় লাখের বেশি মানুষ ক্যানসারের শিকার হয়। এর মধ্যে মারা যায় প্রায় এক লাখ ৯ হাজার। সেই হিসাবে গত দুই বছরে ক্যানসারে আক্রান্ত হয়ে ২ লাখ ১৮ হাজার মানুষ মারা গেছে। স্বাভাবিক সময়ের চেয়ে করোনায় ক্যানসারের রোগীর মৃত্যু বেড়েছে।

তবে দেশে প্রতিবছর কী পরিমাণ মানুষ প্রকৃতপক্ষেই আক্রান্ত ও মারা যাচ্ছে, মাঠপর্যায়ের সেই তথ্য নেই সরকারের কাছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কেবল অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার হার আছে, যা ৬৭ শতাংশ।

ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাস সংকট শুরু হওয়ার পর ক্যানসার আক্রান্তদের যত্নের ওপর তীব্র প্রভাব পড়েছে। মহামারির কারণে বিশ্বের অনেক দেশে ক্যানসার রোগীদের সেবা আংশিক বা পুরোপুরি বিঘ্নিত হয়েছে। ক্যানসার নির্ণয়ে বিলম্ব হওয়া এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত