Ajker Patrika

আসামিদের গ্রেপ্তার না করলে কাজ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ১২
আসামিদের গ্রেপ্তার না  করলে কাজ বন্ধ

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সিটি করপোরেশনের সেবামূলক কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এ ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তব্য দেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু, প্যানেল মেয়র জমিরুদ্দিন খান, কাউন্সিলর মাসুদুর রহমান, সরকার মো. জাবেদ, জাহাঙ্গীর আলম বাবুল প্রমুখ। পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়।

কুসিক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ কাউন্সিলর সোহেলের পরিবারের নিরাপত্তা ও সম্পদ রক্ষার দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে তাঁরা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত