Ajker Patrika

নারী দিবসে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ সম্মাননা পাচ্ছেন হৃদি হক

নারী দিবসে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ সম্মাননা পাচ্ছেন হৃদি হক

‘নারীজন্ম ধন্য হোক আপন ভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্য সংগঠন স্বপ্নদল পালন করবে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে ৮ মার্চ সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দলটি পরিবেশন করবে নারী জাগরণের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

চিত্রাঙ্গদার কাহিনিতে দেখা যাবে, মহাবীর অর্জুন সত্যপালনের জন্য এক যুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুন যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে।

চিত্রাঙ্গদা প্রদর্শনীর আগে দেওয়া হবে সম্মাননা। এবার স্বপ্নদলের সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে হৃদি হকের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধান অতিথি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের দলপ্রধান কামরুজ্জামান বালার্ক প্রমুখ। 

স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন জানিয়েছেন, বিশ্বের সব নারীকে সম্মান জানাতে ২০১২ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে দলটি। এ পর্যন্ত স্বপ্নদলের সংবর্ধনা পেয়েছেন নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী, মোমেনা চৌধুরী, আছমা আক্তার লিজা, জয়িতা মহলানবীশ প্রমুখ। সে ধারাবাহিকতায় এবার হৃদি হকের হাতে উঠছে এ সম্মাননা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত