আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমার মায়ের টিবি হয়েছে। প্রায় প্রতিবছর একই সময়ে সমস্যা দেখা দেয়। প্রতিবছরই ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। এ কারণে মানসিকভাবেও তিনি খুব ভেঙে পড়েছেন। যতই বোঝাই, কিন্তু মা কোনোভাবেই মানসিকভাবে স্বাভাবিক হতে পারছেন না। তার কি প্যালিয়েটিভ কেয়ার দরকার?
আদিল, ঢাকা
টিউবারকুলোসিস বা টিবি একটি নিরাময়যোগ্য রোগ। সঠিক চিকিৎসা হলে এ রোগ ভালো হয়ে যায়। কিন্তু আপনি বলছেন যে প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে তাঁর ইনজেকশন বা অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, সেটি কিসের জন্য, তা ঠিক বোধগম্য হলো না। তিনি যদি নিরাময় অযোগ্য কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে শরীরের পাশাপাশি মানসিক চাপ বা বিষণ্নতার জন্য উনি প্যালিয়েটিভ কেয়ারের শরণাপন্ন হতে পারেন। অবস্থার সঠিক বিশ্লেষণের জন্য প্রয়োজনে উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আউটডোরের ৫১১ নম্বর রুমে যোগাযোগ করতে পারেন।
ডা. মোস্তফা কামাল চৌধুরী আদিল, সহকারী অধ্যাপক, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
প্রশ্ন: আমার প্রায়ই কোষ্ঠকাঠিন্য হয়। ইদানীং মলদ্বারে চুলকানি হচ্ছে। মাঝে মাঝে গরম পানিতে লবণ দিয়ে ব্যবহার করি। কাঁচা হলুদও খাচ্ছি। সহজ কোনো সমাধান আছে?
নাহিদ আহমেদ, পিরোজপুর
কোষ্ঠকাঠিন্যের জন্য মলদ্বার ফেটে যেতে পারে। আর এ কারণে চুলকানি হতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর শাকসবজি, পানি, ইসবগুলের ভুসি খেতে হবে। পায়খানা শক্ত হলে চার চামচ করে দিনে দুইবার অ্যাভোলাক-জাতীয় সিরাপ খেতে পারেন। এতে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হতে পারে এবং চুলকানিও কমে যেতে পারে। চুলকানি যদি কৃমির জন্য হয়, তাহলে কৃমিনাশক ওষুধ খেতে হবে। আবার যদি অ্যানাল ফিশারের জন্য হয়, তাহলে অ্যানুস্টেট মলম ব্যবহার করতে হবে। এতেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে একজন কলোরেক্টাল সার্জন দেখিয়ে ওষুধ খেতে হবে।
ডা. মো. নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ
প্রশ্ন: হঠাৎ করেই মুটিয়ে যাচ্ছি। রোজ সকালে খালি পেটে লেবু ও মধু মেশানো কুসুম গরম পানি পান করি। তবুও কোনো লাভ হচ্ছে না। অথচ খাওয়ার পরিমাণ খুবই কম আমার। এটা শারীরিক কোনো কন্ডিশনের কারণে হচ্ছে কি না, বুঝতে পারছি না। কী করণীয়? আমার বয়স ৩৪ বছর। সন্তান নেওয়ার পরিকল্পনা করছি বলে দুই মাস ধরে ফলিসন খাচ্ছি। এ ছাড়া কোনো ওষুধ খাচ্ছি না।
সাজেদা বেগম, চৌদ্দগ্রাম
থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুটিয়ে যাওয়ার প্রবণতা হতে পারে। এ ছাড়া শারীরিক কাজের তুলনায় অতিরিক্ত ক্যালরি গ্রহণও কারণ হতে পারে। হরমোন বিশেষজ্ঞের পাশাপাশি একজন পুষ্টিবিদের পরামর্শও নিতে পারেন।
ডা. মো. মাজহারুল হক তানিম,হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
প্রশ্ন: আমার মায়ের টিবি হয়েছে। প্রায় প্রতিবছর একই সময়ে সমস্যা দেখা দেয়। প্রতিবছরই ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। এ কারণে মানসিকভাবেও তিনি খুব ভেঙে পড়েছেন। যতই বোঝাই, কিন্তু মা কোনোভাবেই মানসিকভাবে স্বাভাবিক হতে পারছেন না। তার কি প্যালিয়েটিভ কেয়ার দরকার?
আদিল, ঢাকা
টিউবারকুলোসিস বা টিবি একটি নিরাময়যোগ্য রোগ। সঠিক চিকিৎসা হলে এ রোগ ভালো হয়ে যায়। কিন্তু আপনি বলছেন যে প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে তাঁর ইনজেকশন বা অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, সেটি কিসের জন্য, তা ঠিক বোধগম্য হলো না। তিনি যদি নিরাময় অযোগ্য কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে শরীরের পাশাপাশি মানসিক চাপ বা বিষণ্নতার জন্য উনি প্যালিয়েটিভ কেয়ারের শরণাপন্ন হতে পারেন। অবস্থার সঠিক বিশ্লেষণের জন্য প্রয়োজনে উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আউটডোরের ৫১১ নম্বর রুমে যোগাযোগ করতে পারেন।
ডা. মোস্তফা কামাল চৌধুরী আদিল, সহকারী অধ্যাপক, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
প্রশ্ন: আমার প্রায়ই কোষ্ঠকাঠিন্য হয়। ইদানীং মলদ্বারে চুলকানি হচ্ছে। মাঝে মাঝে গরম পানিতে লবণ দিয়ে ব্যবহার করি। কাঁচা হলুদও খাচ্ছি। সহজ কোনো সমাধান আছে?
নাহিদ আহমেদ, পিরোজপুর
কোষ্ঠকাঠিন্যের জন্য মলদ্বার ফেটে যেতে পারে। আর এ কারণে চুলকানি হতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর শাকসবজি, পানি, ইসবগুলের ভুসি খেতে হবে। পায়খানা শক্ত হলে চার চামচ করে দিনে দুইবার অ্যাভোলাক-জাতীয় সিরাপ খেতে পারেন। এতে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হতে পারে এবং চুলকানিও কমে যেতে পারে। চুলকানি যদি কৃমির জন্য হয়, তাহলে কৃমিনাশক ওষুধ খেতে হবে। আবার যদি অ্যানাল ফিশারের জন্য হয়, তাহলে অ্যানুস্টেট মলম ব্যবহার করতে হবে। এতেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে একজন কলোরেক্টাল সার্জন দেখিয়ে ওষুধ খেতে হবে।
ডা. মো. নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ
প্রশ্ন: হঠাৎ করেই মুটিয়ে যাচ্ছি। রোজ সকালে খালি পেটে লেবু ও মধু মেশানো কুসুম গরম পানি পান করি। তবুও কোনো লাভ হচ্ছে না। অথচ খাওয়ার পরিমাণ খুবই কম আমার। এটা শারীরিক কোনো কন্ডিশনের কারণে হচ্ছে কি না, বুঝতে পারছি না। কী করণীয়? আমার বয়স ৩৪ বছর। সন্তান নেওয়ার পরিকল্পনা করছি বলে দুই মাস ধরে ফলিসন খাচ্ছি। এ ছাড়া কোনো ওষুধ খাচ্ছি না।
সাজেদা বেগম, চৌদ্দগ্রাম
থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুটিয়ে যাওয়ার প্রবণতা হতে পারে। এ ছাড়া শারীরিক কাজের তুলনায় অতিরিক্ত ক্যালরি গ্রহণও কারণ হতে পারে। হরমোন বিশেষজ্ঞের পাশাপাশি একজন পুষ্টিবিদের পরামর্শও নিতে পারেন।
ডা. মো. মাজহারুল হক তানিম,হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪