Ajker Patrika

৩ লাখ ৭২ হাজার শিশু খাবে কৃমিনাশক

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬: ৫৯
৩ লাখ ৭২ হাজার শিশু খাবে কৃমিনাশক

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ–২০২১ উপলক্ষে বাগেরহাটের ৩ লাখ ৭২ হাজার ১২৫ জন শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের নিয়মিত টিকাদানকর্মীরা ২ হাজার ২১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছরের শিশুদের এই ট্যাবলেট খাওয়াবেন।

গতকাল শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের খানজাহান আলী আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১-এর উদ্বোধন শেষে সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত