Ajker Patrika

‘বৃষ্টি না নামলে অন্য কিছুও হতে পারত’

রানা আব্বাস
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১২: ৫৭
‘বৃষ্টি না নামলে অন্য কিছুও হতে পারত’

প্রশ্ন: আপনাকে দেখলে ২০১৯ বিশ্বকাপ ফাইনালের কথা মনে পড়বেই। আপনাকে নিশ্চয়ই সেদিনের অনুভূতির কথা অনেক বলতে হয়?

ইয়ান স্মিথ: এটা অনেক দিন আগের কথা। আমরা এটা থেকে বেরিয়ে এসেছি। আমরা আসলে ম্যাচটা হারিনি। শুধু একটা জায়গায় পিছিয়ে ছিলাম। পুরো টুর্নামেন্টে দল হিসেবে নিউজিল্যান্ড দারুণ খেলেছিল সেবার।

প্রশ্ন: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কেমন উপভোগ করছেন?

স্মিথ: দারুণ উপভোগ করছি। আমি মনে করি, সবাই উপভোগ করছে।

প্রশ্ন: এবার কোন কোন দল ফাইনাল খেলবে বলে মনে হচ্ছে?

স্মিথ: অনেক কিছু নির্ভর করছে। নিউজিল্যান্ডের আবার ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: এটাই কি তাহলে সেমিফাইনালের লাইনআপ?

স্মিথ: হ্যাঁ…।

প্রশ্ন: বাংলাদেশ দল নিয়ে যদি জিজ্ঞেস করি, কীভাবে বিশ্লেষণ করবেন তাদের পারফরম্যান্স?

স্মিথ: বাংলাদেশ দলটা দারুণ। ভারতের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য দুর্ভাগ্যজনক। তারা উন্নতি করছে।

প্রশ্ন: কিছু বিতর্ক তৈরি হয়েছে ভারত ম্যাচ ঘিরে।

স্মিথ: আমি ওখানে ছিলাম না। আমি এটা সম্পর্কে ভালো জানি না।

প্রশ্ন: ভারতের বিপক্ষে লিটন দাসের ব্যাটিং কেমন দেখেছেন?

স্মিথ: দুর্দান্ত খেলেছে সে। ওই ইনিংসটা ম্যাচজয়ী ইনিংসে রূপ নিতে পারত, যদি না বৃষ্টি হতো। ওই সময় বাংলাদেশ ম্যাচের মোমেন্টাম হারায়। বৃষ্টি না নামলে অন্য কিছু হতে পারত।

প্রশ্ন: সুপার টুয়েলভে বাংলাদেশের আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে এই অ্যাডিলেডেই। তাদের কীভাবে টুর্নামেন্ট শেষ করা উচিত মনে করেন?

স্মিথ: পাকিস্তানের জন্য নকআউট ম্যাচ। পাকিস্তান সেমিফাইনালে জায়গা পেতে উন্মুখ। অনেক কিছু হতে পারে।

প্রশ্ন: টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি। তাদের কোথায় উন্নতি করতে হবে?

স্মিথ: বিশ্বের বিভিন্ন জায়গায় খেলতে হবে। বিভিন্ন কন্ডিশনে খেলতে হবে। তাহলে উন্নতি হতে বাধ্য। গতিময়, স্লো, টার্নিং—সব ধরনের পিচে খেলার অভিজ্ঞতা অর্জন করতে হবে।

প্রশ্ন: বাংলাদেশ পাওয়ার হিটিংয়ে দক্ষ নয় বলে এই সংস্করণে সংগ্রাম করছে। আপনারও কি তা-ই মনে হয়?

স্মিথ: অবশ্যই পাওয়ার হিটিং দরকার। তবে টাইমিং, প্লেসমেন্ট, রানিং বিটুইন দ্য উইকেট এসবেরও বিকল্প নেই। এগুলো সবই একটা অন্যটার পরিপূরক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত