Ajker Patrika

প্রধান আসামি কারাগারে

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১১: ১৭
প্রধান আসামি কারাগারে

ভোলায় হরিণের মাংস পাচার মামলায় পরোয়ানাভুক্ত আসামি আলাউদ্দিন রেস্তোরাঁর মালিক আলাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার তাঁকে কারাগারে পাঠিয়েছে ভোলার আদালত।

জানা গেছে, ২০১৮ সালের ১৪ নভেম্বর আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিন ভোলার উপকূলীয় বন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস ও চামড়া মাহেন্দ্র আলফা যোগে পাচারকালে ১১০ কেজি হরিণের মাংস ও চামড়াসহ হোটেল আলাউদ্দিনের এক কর্মচারী ও মাহেন্দ্র চালককে গ্রেপ্তার করে বোরহানউদ্দিন থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান আলাউদ্দিন ও তাঁর সহযোগীরা। ওই ঘটনায় আলাউদ্দিন হোটেলের কর্মচারী ঝন্টু দাস, মাহেন্দ্র চালক আমিনুল, আলাউদ্দিন ও সিদ্দিকসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা থানায় মামলা হয়। জন্টু ও আমিনুল দীর্ঘদিন জেল খেটে জামিনে মুক্তি পান। কিন্তু প্রভাবশালী আলাউদ্দিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ওই মামলায় একাধিকবার তদন্ত শেষে আদালত আলাউদ্দিনকে মূল হোতা হিসেবে উল্লেখ করেন। সহযোগী সিদ্দিকসহ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১ ফেব্রুয়ারি সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু মূল হোতা হোটেল আলাউদ্দিনের মালিক মো. আলাউদ্দিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গত ৩১ অক্টোবর ভোলা সদর থানা-পুলিশ আসামি আলাউদ্দিনকে সদর রোডের ইসলামী ব্যাংকের সামনে থেকে গ্রেপ্তার করে।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, হরিণের মাংস পাচারের ঘটনায় বোরহানউদ্দিন থানায় আলাউদ্দিনের নামে মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত