Ajker Patrika

ইউপি কার্যালয় দুধে ধুয়ে দিলেন চেয়ারম্যান

পাবনা ও চাটমোহর প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১০: ০৫
ইউপি কার্যালয়   দুধে  ধুয়ে দিলেন চেয়ারম্যান

দুইবার ভোট করে আপন ভায়রার কাছে হেরেছিলেন রজব আলী বাবলু। তৃতীয়বার ভায়রাকেই হারিয়ে চেয়ারম্যান হয়েছেন তিনি। গতকাল বুধবার দায়িত্ব নেওয়ার আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় দুধ আর গোলাপজল দিয়ে ধুয়েছেন। এর কারণ হিসেবে বলেছেন, সেখানে আগে অনেক অসামাজিক কার্যকলাপ হতো। তাই পবিত্র করে নিয়েছেন।

এই ঘটনা পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নে। এই ইউনিয়নে ভোট হয়েছে গত ২৮ নভেম্বর।

জানতে চাইলে রজব আলীর ভায়রা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘দায়িত্ব গ্রহণ করার অনুষ্ঠানে তিনি আমাকে ডাকেননি। সচিব এসে স্বাক্ষর করে নিয়ে গেছে। শুনলাম, আমি নাকি খারাপ মানুষ ছিলাম, পরিষদে খারাপ কাজ হতো, তাই দুধ আর গোলাপজল দিয়ে ধুয়ে দায়িত্ব নিয়েছেন তিনি। দুইবার হেরে, এবার জিতেছেন, তাই আনন্দে গদগদ হয়ে এটা করেছেন তিনি।’

গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে চাটমোহরের ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে শপথ গ্রহণ করেন রজব আলী বাবলু। গতকাল মিলাদ পড়িয়ে, ফিতা কেটে পরিষদের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ইউপি কার্যালয় দুধে ধোয়ার বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, ‘এই পরিষদে আগে অনেক অসামাজিক কার্যক্রম পরিচালিত হতো। তাই পরিষদকে পবিত্র করতে আমার কর্মী-সমর্থকদের পানি দিয়ে ধুয়ে দিতে বলেছিলাম। তারা উৎসাহী হয়ে আনন্দ করে দুধ ও গোলাপজল দিয়ে ধুয়ে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত