Ajker Patrika

সাবরেজিস্ট্রির সাবেক কর্মচারী কারাগারে

যশোর প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ৫৪
সাবরেজিস্ট্রির সাবেক কর্মচারী  কারাগারে

দুর্নীতির একটি মামলায় যশোর সদর সাবরেজিস্ট্রি অফিসের সাবেক রেকর্ড কিপার আব্দুল হালিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

যশোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক গত সোমবার এ­আদেশ দেন।

তাঁর বিরুদ্ধে ভলিয়ম জালিয়াতির মাধ্যমে অন্যায় সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। আসামি আব্দুল হালিম যশোর শহরতলির শেখহাটির বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দম কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আশরাফুল আলম বিপ্লব।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, যশোর শহরের হাজী আব্দুল করিম সড়কের আহম্মদ আলী সরদারের অংশীদারদের সঙ্গে বেজপাড়া পিয়ারী মোহন রোডের আবুল কাশেমের অংশীদারদের একটি দেওয়ানি মামলা চলছিল।

এ মামলায় একটি অনুমোদিত (সার্টিফায়েড) দলিল সরবরাহ করা হয় আদালতে। দলিলটি জাল সন্দেহে আহম্মদ আলী সরদারের অংশীদারদের পক্ষে শহরতলির কিসমত নওয়াপাড়ার সাজেদ জাহাঙ্গীর দুর্নীতির অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত