ফায়ার ফাইটারদের আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘অগ্নিপুরুষ’। বানিয়েছেন আবু হায়াত মাহমুদ। আসন্ন আন্তর্জাতিক ফায়ার ফাইটারস ডে উপলক্ষে আগামী ৪ মে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
ওয়েব সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘ফায়ার ফাইটাররা আমাদের বিপদের সময় পাশে দাঁড়ায়। অথচ সমাজে তাঁদের কাজের জন্য তেমনভাবে কৃতজ্ঞতা প্রকাশ হয় না। আমরা খুব সহজভাবে তাঁদের জীবনসংগ্রামটা তুলে ধরতে চেয়েছি।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘ফায়ার ফাইটারদের নিয়ে খুব একটা কাজ হয় না। ফলে তাঁদের কাজের ধরন, অপারেশনগুলো আয়ত্ত করতে আমাদের ঘাম ঝরেছে। তবে আমাদের পুরো ইউনিট সাধ্যমতো চেষ্টা করেছে। আগুনের ভয়াবহতা আমরা টের পেয়েছি কাজটা করতে গিয়ে। এ ছাড়া আমাদের বাহিনীগুলো নিয়ে কাজ করাটা একটু জটিল। নানা ধরনের পারমিশনের জটিলতায় আটকে থাকতে হয়। পৃথিবীর অনেক দেশেই বাহিনী নিয়ে কাজ হয়। সেখানে শুটিংয়ের জন্য পারমিশন বা সহযোগিতার প্রক্রিয়াগুলো স্পষ্ট ও সহজ। আমাদের এখানে জটিলতা বেশি, তাই এ ধরনের কাজ ঠিকভাবে তুলে ধরতে গেলে বেগ পেতে হয়।’
সোহেল মণ্ডল বলেন, ‘এই সিনেমা তৈরি হয়েছে ফায়ার ফাইটারদের আত্মত্যাগের গল্প নিয়ে। আমি অভিনয় করেছি একজন ফায়ার ফাইটারের চরিত্রে, আমার স্ত্রীর চরিত্রে সুনেরাহ বিনতে কামাল। কাজটা করতে গিয়ে বুঝতে পেরেছি ফায়ার ফাইটাররা কত কষ্ট করে আমাদের সুরক্ষার জন্য। কখন বিপদের ফোন বেজে উঠবে, সে আশঙ্কায় থাকে ফায়ার ফাইটাররা। আগুন নেভানোর জন্য তারা শারীরিকভাবে কতটা কষ্ট করে, সেটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনায় আবারও আমরা দেখেছি তাদের সংগ্রামের চিত্র। তবে সিনেমাটি করতে গিয়ে আমার কাছে বিস্ময়কর লেগেছে তাদের মানসিকভাবে প্রস্তুত থাকাটা। ফায়ার ফাইটারদের সেই সংগ্রামী জীবনের চিত্রটার একটা অংশ আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সবাই ভালো কাজ করেছে। বাকিটা দর্শক বলবে।’
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘গল্পে নতুনত্ব আছে, আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। এতে আমাকে ফায়ার ফাইটারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। এমন চরিত্রে প্রথম কাজ করা। চেষ্টা করছি, অভিনয় দিয়ে চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার। গল্প, চরিত্র, নির্মাণ—সবকিছু মিলিয়ে সিনেমাটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’
ওয়েব সিনেমাটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে।
ফায়ার ফাইটারদের আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘অগ্নিপুরুষ’। বানিয়েছেন আবু হায়াত মাহমুদ। আসন্ন আন্তর্জাতিক ফায়ার ফাইটারস ডে উপলক্ষে আগামী ৪ মে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
ওয়েব সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘ফায়ার ফাইটাররা আমাদের বিপদের সময় পাশে দাঁড়ায়। অথচ সমাজে তাঁদের কাজের জন্য তেমনভাবে কৃতজ্ঞতা প্রকাশ হয় না। আমরা খুব সহজভাবে তাঁদের জীবনসংগ্রামটা তুলে ধরতে চেয়েছি।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘ফায়ার ফাইটারদের নিয়ে খুব একটা কাজ হয় না। ফলে তাঁদের কাজের ধরন, অপারেশনগুলো আয়ত্ত করতে আমাদের ঘাম ঝরেছে। তবে আমাদের পুরো ইউনিট সাধ্যমতো চেষ্টা করেছে। আগুনের ভয়াবহতা আমরা টের পেয়েছি কাজটা করতে গিয়ে। এ ছাড়া আমাদের বাহিনীগুলো নিয়ে কাজ করাটা একটু জটিল। নানা ধরনের পারমিশনের জটিলতায় আটকে থাকতে হয়। পৃথিবীর অনেক দেশেই বাহিনী নিয়ে কাজ হয়। সেখানে শুটিংয়ের জন্য পারমিশন বা সহযোগিতার প্রক্রিয়াগুলো স্পষ্ট ও সহজ। আমাদের এখানে জটিলতা বেশি, তাই এ ধরনের কাজ ঠিকভাবে তুলে ধরতে গেলে বেগ পেতে হয়।’
সোহেল মণ্ডল বলেন, ‘এই সিনেমা তৈরি হয়েছে ফায়ার ফাইটারদের আত্মত্যাগের গল্প নিয়ে। আমি অভিনয় করেছি একজন ফায়ার ফাইটারের চরিত্রে, আমার স্ত্রীর চরিত্রে সুনেরাহ বিনতে কামাল। কাজটা করতে গিয়ে বুঝতে পেরেছি ফায়ার ফাইটাররা কত কষ্ট করে আমাদের সুরক্ষার জন্য। কখন বিপদের ফোন বেজে উঠবে, সে আশঙ্কায় থাকে ফায়ার ফাইটাররা। আগুন নেভানোর জন্য তারা শারীরিকভাবে কতটা কষ্ট করে, সেটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনায় আবারও আমরা দেখেছি তাদের সংগ্রামের চিত্র। তবে সিনেমাটি করতে গিয়ে আমার কাছে বিস্ময়কর লেগেছে তাদের মানসিকভাবে প্রস্তুত থাকাটা। ফায়ার ফাইটারদের সেই সংগ্রামী জীবনের চিত্রটার একটা অংশ আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সবাই ভালো কাজ করেছে। বাকিটা দর্শক বলবে।’
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘গল্পে নতুনত্ব আছে, আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। এতে আমাকে ফায়ার ফাইটারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। এমন চরিত্রে প্রথম কাজ করা। চেষ্টা করছি, অভিনয় দিয়ে চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার। গল্প, চরিত্র, নির্মাণ—সবকিছু মিলিয়ে সিনেমাটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’
ওয়েব সিনেমাটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫