Ajker Patrika

ভোট পুনর্গণনার দাবি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১১: ৪৬
ভোট পুনর্গণনার দাবি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর

মির্জাপুরের মহেড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবি করা হয়েছে।

এ দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. বাদশা মিয়া। গত শুক্রবার বিকেলে বাদশা মিয়া নিজেই এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশনকে দেওয়া অভিযোগপত্রে বাদশা মিয়া উল্লেখ করেন, গত ৫ জানুয়ারি উপজেলার এক নম্বর মহেড়া আট ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার প্রার্থী বিভাস সরকার আদাবাড়ি উচ্চবিদ্যালয়, ভাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘুড়ি কেশব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নগর ছাওয়ালী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশের যোগ সাজশে ভোট কারচুপির মাধ্যমে তাঁকে পরাজিত করেছে।

ঘটনা জানতে পেরে তিনি লিখিত অভিযোগের মাধ্যমে ওই কেন্দ্রগুলোতে ভোট পুনঃগণনার জন্য অনুরোধ করলেও কর্মকর্তারা ভোট গণনা না করে ফলাফল ঘোষণা করা হয়।

এ বিষয়ে পরাজিত প্রার্থী মো. বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তারা জালিয়াতির মাধ্যমে নৌকার প্রার্থীর সঙ্গে যোগসাজশ করে আমাকে পরাজিত দেখিয়েছেন। আমি ভোট পুনঃগণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

বিজয়ী প্রার্থী বিভাস সরকার নুপুর বলেন, ভোট কারচুপির কোনো প্রশ্নই আসে না। ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তারা স্বাভাবিক নিয়মে ফলাফল ঘোষণা করেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এসএম কামরুল হাসান বলেন, পরাজিত প্রার্থী ভোট পুনঃগণনা চেয়ে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত