Ajker Patrika

আয়কর আদায় না করার নির্দেশ উচ্চ আদালতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪১
আয়কর আদায় না করার নির্দেশ উচ্চ আদালতের

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় না করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ এই নির্দেশ দেন।

১৬ সেপ্টেম্বর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এই রিট করে। রিটে আইনসচিব, অর্থসচিব, এনবিআরের চেয়ারম্যানসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অর্থ আইন, ২০২১-এর তফসিল ‘খ’-এর সিরিয়াল ৭-কে চ্যালেঞ্জ করে ওই রিট করে। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন এবং ১৫ শতাংশ হারে আয়কর আদায় করা থেকে সরকারকে বিরত থাকার নির্দেশ দেন।

এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকার কর আরোপ করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে রিট আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে হাইকোর্ট কর আরোপকে অবৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে সরকার আবেদন করলে আপিল বিভাগ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার আদেশ দেন।

এ ছাড়া অর্থ আইন, ২০২১-এ ১৫ শতাংশ হারে আয়কর আরোপ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন চৌধুরী ইশরাক সিদ্দিক। তাহমিনা পলি আজকের পত্রিকাকে বলেন, এই আদেশ শুধু আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কেউ সুবিধা পেতে হলে আদালতে আসতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত