Ajker Patrika

রাজস্বে পিছিয়ে এনবিআর

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১০: ৪৩
রাজস্বে পিছিয়ে এনবিআর

অর্থবছরের ছয় মাস শেষ হয়ে গেছে। এ সময়ে মোট রাজস্বের অর্ধেক আদায় ধরলেও ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা আদায় করার কথা এনবিআরের। অথচ এ সময় পর্যন্ত আদায় হয়েছে ১ লাখ ২৬ হাজার ২০৯ কোটি টাকা। ফলে এক বছরের মোট রাজস্ব থেকে প্রায় ৩৯ হাজার কোটি টাকা পিছিয়ে সংস্থাটি। দিন যত বাড়ছে, ঘাটতির অঙ্কও বড় হচ্ছে। চলতি অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। অবশ্য রাজস্ব বিশ্লেষকেরা মনে করেন, সময়ের সঙ্গে ঘাটতি কমে আসবে।

করোনা সহনীয় মাত্রায় আসার পর অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যে গতি ফিরতে শুরু করেছিল। স্বাভাবিক হচ্ছিল প্রায় সবকিছু। যার ইতিবাচক প্রভাব পড়তে দেখা যায় রাজস্ব আয়ে। আশা করা হয়, দিন যত এগোবে, রাজস্ব আয়ের এ ধারা আরও শক্তিশালী হবে। তবে পরিসংখ্যান বলছে, এরই মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে গেছে এনবিআর। করোনা নতুন করে চোখ রাঙাচ্ছে। ওমিক্রন সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বিধিনিষেধ বাড়াচ্ছে প্রতিটি দেশ। বাংলাদেশও সতর্কতা জারি করছে। সর্বত্র উৎকণ্ঠা–উদ্বেগ বাড়ছে। সরকারের বিভিন্ন মহল থেকে কড়াকড়ি আরোপের কথা শোনা যাচ্ছে। যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে আবারও অর্থনীতিতে স্থবিরতা হানা দেয় কি না, আবারও ব্যবসা-বাণিজ্য বন্ধ হয় কি না, আবারও দেশ লকডাউনের মতো কঠিন কর্মসূচির কবলে পড়ে কি না—এমন আশঙ্কা সবার মনে। যদি পরিস্থিতি সেদিকে যায়, তাহলে রাজস্ব আয়ের ওপর বড় আঘাত আসবে বলে আশঙ্কা ছড়িয়ে পড়ছে।

যেভাবে এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় ঘাটতি বাড়ছে, ধারণা করা হচ্ছে করোনা পরিস্থিতির অবনতি হলে তা আরও বাড়বে। এনবিআরের সবশেষ পরিসংখ্যান বলছে, ছয় মাসে রাজস্ব আহরণের প্রধান তিন খাত আয়কর, ভ্যাট ও আমদানি-রপ্তানি শুল্ক—কোনো খাতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এনবিআরের কৌশলগত লক্ষ্যমাত্রা অবশ্য আরও কম। সেখানেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অর্থবছরের প্রথম ছয় মাসে এনবিআরের কৌশলগত লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৩ হাজার ২৯০ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবেও এনবিআরের ঘাটতি ১৭ হাজার ৮১ কোটি ৫৪ লাখ টাকা। এনবিআর বলছে, ছয় মাসে তাদের কৌশলগত লক্ষ্যমাত্রার বিপরীতে প্রবৃদ্ধি ১৪ শতাংশ। জানা যায়, রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত ভ্যাট বা মূসক। এ খাতে সাড়ে ৯ শতাংশ প্রবৃদ্ধি হলেও রাজস্ব আহরণে পিছিয়ে আছে ৫ হাজার ৮৯৪ কোটি টাকার বেশি। সবচেয়ে বেশি পিছিয়ে আমদানি ও রপ্তানি শুল্ক খাত। এ খাতে সাড়ে ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ঘাটতি ৭ হাজার ৯৫ কোটি ৮৬ লাখ টাকা। সবচেয়ে কম ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি প্রায় ৪ হাজার ৯১ কোটি ৩৮ লাখ টাকা, প্রবৃদ্ধি প্রায় ১৫ শতাংশ। এসব তথ্য সংস্থাটির কৌশলগত লক্ষ্যমাত্রার হিসাবে। মোট রাজস্বের হিসাবে ঘাটতি আরও অনেক বেশি।

এ ব্যাপারে এনবিআরের ভ্যাট নীতির সাবেক সদস্য আবদুল মান্নান পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, এখন রাজস্ব আয়ের প্রবৃদ্ধি মোটামুটি ইতিবাচক। তবে করোনার সংক্রমণ বাড়লে বিধিনিষেধ বাড়ালে, হোটেল–রেস্তোরাঁ বন্ধ হলে ভ্যাটের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তবে শেষ পর্যন্ত রাজস্ব আয়ের ধারা একেবারেই খারাপ হবে না বলে মনে করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত