Ajker Patrika

মানিকগঞ্জে অবশেষে শুরু হলো ভিক্ষুক পুনর্বাসন

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ৪৯
মানিকগঞ্জে অবশেষে শুরু হলো ভিক্ষুক পুনর্বাসন

মানিকগঞ্জে অবশেষে শুরু হয়েছে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম। গতকাল সোমবার যাচাই-বাছাই করে সদর উপজেলার ১১ জন ভিক্ষুককে ব্যাটারিচালিত অটোরিকশা ও মুদি পণ্য কিনে দেওয়া হয়েছে। এর উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফ।

সরকারের সহযোগিতা পেয়ে উপকারভোগী সদর উপজেলার ডাউটিয়া এলাকার বাসিন্দা রোজিনা বেগম বলেন, ‘আমি ছোট বয়স থেকে ভিক্ষার সঙ্গে জড়িত আছি। এখন আর ঘুরে ঘুরে ভিক্ষা করতে ভালো লাগে না। স্যারেরা আমাদের দোকান করার জন্য মুদি মাল ও চা বিক্রি করতে জিনিসপত্র কিনি দিছেন। এখন থেকে আমার আর ভিক্ষা করা লাগবি না।’

একই কথা বলেন, সদর উপজেলার চর-গড়পাড়া এলাকার বাসিন্দা কবির হোসেন। তিনি একটি অটোরিকশা পেয়েছেন। আর ভিক্ষা করবেন না বলে জানান কবির।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘গত কয়েক দিনে সদর উপজেলার ২৫০ জন ভিক্ষুকের মধ্যে যাচাই-বাঁচাই করে ১৪৮ জন ভিক্ষুককে তালিকা ভুক্ত করেছি। এর মধ্যে সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১১ জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সাতজনকে মুদি পণ্য ও চারজনকে ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেওয়া হয়েছে। বাকি ১৩৭ জন ভিক্ষুকদের পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, গত বুধবার আজকের পত্রিকায় ‘তহবিলে কোটি টাকা কাজই শুরু হয়নি’ শিরোনামে মানিকগঞ্জের ভিক্ষুকদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশ হওয়ার পরে জেলা প্রশাসন ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের প্রক্রিয়া শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত