রিমন রহমান, রাজশাহী
রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা সাবিয়ার রহমান তাঁর বাসায় গ্যাসের জন্য আবেদন করেছেন ছয় বছর আগে। ডিমান্ড নোট ইস্যু হওয়ায় বাড়ির ওয়্যারিংয়ের কাজও করেছেন। কিন্তু নতুন সংযোগ দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় তিনি গ্যাস পাননি। এখন গ্যাসের জন্য অপেক্ষা করছেন। তাঁর অপেক্ষা শেষ হচ্ছে না।
সাবিয়ার রহমান বলেন, ‘ভোটের আগে এলাকায় ‘রাজনৈতিক গ্যাস’ এসেছিল। তারপর অনেকে গ্যাস পেয়েছে, অনেকে পায়নি। দুর্ভাগাদের মধ্যে আমিও আছি। আমার বাড়িতে গ্যাস নেই। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডে (পিজিসিএল) টাকা জমা দিয়েও গ্যাস পাইনি।’
গ্যাসের জন্য অপেক্ষা শুধু সাবিয়ারের একার নয়। নগরীর প্রায় ১২ হাজার মানুষ আবেদন করেও গ্যাস পাননি। এর মধ্যে প্রায় ৬০০ জনের ডিমান্ড নোট ইস্যু হওয়ায় টাকাও জমা দিয়েছিলেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সরকার নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে দিলে তাঁরা কেউই আর গ্যাস পাননি। যাঁরা তখন আবেদন করেননি, তাঁরাও এখন গ্যাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু অপেক্ষার পালা শেষ হচ্ছে না।
রাজশাহীতে একসময় বাসাবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের জন্য আন্দোলন হয়েছে। পালিত হয়েছে হরতাল কর্মসূচি। ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনের সাত দিন আগে গ্যাস সংযোগ দেওয়া শুরু হয়। অল্প সময়ের মধ্যে গ্যাসের জন্য আবেদন করেন ২১ হাজার ৪২৩ জন। এরপর ৯ হাজার ১৬৩ জনের বাসায় গ্যাস দেওয়া হয়। ২০১৬ সালে বন্ধ হয়ে যায় বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান।
পিজিসিএলের রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, বাসাবাড়িতে গ্যাস দেওয়া বন্ধ হওয়ার পর ২০১৭-১৮ সালে রাজশাহীর ২৮০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস দেওয়ার বিষয়টি অনুমোদন হয়। এরপর মাত্র ১৭টি শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হয়। এর মধ্যে একটি সিএনজি স্টেশনও আছে। এখন শিল্পেও গ্যাস দেওয়া হচ্ছে না।
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, ‘রাজশাহীর মানুষ গ্যাসের জন্য ক্ষোভের আগুনে পুড়ছেন। রাজশাহীর বিসিকের সব শিল্পপ্রতিষ্ঠানে এখন গ্যাস নেই। এরই মধ্যে বিসিক-২ গড়ে তোলা হচ্ছে। সেখানে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত হয়নি। গ্যাস না দিলে পিছিয়ে পড়া রাজশাহীর শিল্পেরও বিকাশ হবে না।’
পিজিসিএলের রাজশাহী কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, ‘সরকার চাইলেই আমরা গ্যাস দিতে পারব। সিদ্ধান্ত না থাকায় গ্যাস দিতে পারছি না। রাজশাহী শহরজুড়ে পিজিসিএলের প্রায় ২৭০ কিলোমিটার পাইপলাইন আছে। এর মাধ্যমে দৈনিক ১৫ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা সম্ভব। এখন চাহিদা অনুযায়ী ৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হচ্ছে।’
রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা সাবিয়ার রহমান তাঁর বাসায় গ্যাসের জন্য আবেদন করেছেন ছয় বছর আগে। ডিমান্ড নোট ইস্যু হওয়ায় বাড়ির ওয়্যারিংয়ের কাজও করেছেন। কিন্তু নতুন সংযোগ দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় তিনি গ্যাস পাননি। এখন গ্যাসের জন্য অপেক্ষা করছেন। তাঁর অপেক্ষা শেষ হচ্ছে না।
সাবিয়ার রহমান বলেন, ‘ভোটের আগে এলাকায় ‘রাজনৈতিক গ্যাস’ এসেছিল। তারপর অনেকে গ্যাস পেয়েছে, অনেকে পায়নি। দুর্ভাগাদের মধ্যে আমিও আছি। আমার বাড়িতে গ্যাস নেই। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডে (পিজিসিএল) টাকা জমা দিয়েও গ্যাস পাইনি।’
গ্যাসের জন্য অপেক্ষা শুধু সাবিয়ারের একার নয়। নগরীর প্রায় ১২ হাজার মানুষ আবেদন করেও গ্যাস পাননি। এর মধ্যে প্রায় ৬০০ জনের ডিমান্ড নোট ইস্যু হওয়ায় টাকাও জমা দিয়েছিলেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সরকার নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে দিলে তাঁরা কেউই আর গ্যাস পাননি। যাঁরা তখন আবেদন করেননি, তাঁরাও এখন গ্যাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু অপেক্ষার পালা শেষ হচ্ছে না।
রাজশাহীতে একসময় বাসাবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের জন্য আন্দোলন হয়েছে। পালিত হয়েছে হরতাল কর্মসূচি। ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনের সাত দিন আগে গ্যাস সংযোগ দেওয়া শুরু হয়। অল্প সময়ের মধ্যে গ্যাসের জন্য আবেদন করেন ২১ হাজার ৪২৩ জন। এরপর ৯ হাজার ১৬৩ জনের বাসায় গ্যাস দেওয়া হয়। ২০১৬ সালে বন্ধ হয়ে যায় বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান।
পিজিসিএলের রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, বাসাবাড়িতে গ্যাস দেওয়া বন্ধ হওয়ার পর ২০১৭-১৮ সালে রাজশাহীর ২৮০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস দেওয়ার বিষয়টি অনুমোদন হয়। এরপর মাত্র ১৭টি শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হয়। এর মধ্যে একটি সিএনজি স্টেশনও আছে। এখন শিল্পেও গ্যাস দেওয়া হচ্ছে না।
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, ‘রাজশাহীর মানুষ গ্যাসের জন্য ক্ষোভের আগুনে পুড়ছেন। রাজশাহীর বিসিকের সব শিল্পপ্রতিষ্ঠানে এখন গ্যাস নেই। এরই মধ্যে বিসিক-২ গড়ে তোলা হচ্ছে। সেখানে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত হয়নি। গ্যাস না দিলে পিছিয়ে পড়া রাজশাহীর শিল্পেরও বিকাশ হবে না।’
পিজিসিএলের রাজশাহী কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, ‘সরকার চাইলেই আমরা গ্যাস দিতে পারব। সিদ্ধান্ত না থাকায় গ্যাস দিতে পারছি না। রাজশাহী শহরজুড়ে পিজিসিএলের প্রায় ২৭০ কিলোমিটার পাইপলাইন আছে। এর মাধ্যমে দৈনিক ১৫ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা সম্ভব। এখন চাহিদা অনুযায়ী ৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হচ্ছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১৫ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১৮ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫