Ajker Patrika

কেশবপুরে মামাকে সৎকার করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাহাপাড়া খ্রিষ্টান মিশনারিতে নিহত এক ব্যক্তির বাড়িতে শোকাহত স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা
যশোরের কেশবপুর উপজেলার সাহাপাড়া খ্রিষ্টান মিশনারিতে নিহত এক ব্যক্তির বাড়িতে শোকাহত স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে মামার মরদেহ সৎকার শেষে বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিষ্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)।

এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামার মৃত্যুর খবর শুনে তাঁরা সৎকার করতে যান। রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় তাঁরা সড়কের ওপর ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁরা মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তির বাড়িতে গেলে পরিবারের সদস্যদের আহাজারি ও এলাকাবাসীর ভিড় দেখা যায়।

কেশবপুর ফায়ার সার্ভিসের দলনেতা (লিডার) ইউসুফ আলী বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত