Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১০: ১০
এ সপ্তাহের সিনেমা

আজ সারা দেশে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা; একটি আলী জুলফিকার জাহেদী পরিচালিত ‘কাগজ’, অন্যটি সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’।

কাগজ
যাপিত জীবনের আড়ালে লুক্কায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মাতা আলী জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন তাঁর প্রথম ছবি ‘কাগজ’। একজন লেখক কীভাবে একটি ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন, সেটাই সিনেমার মূল উপজীব্য। মুক্তির আগেই সিনেমাটি কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিলনাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে। সিনেমায় লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। আরও আছেন আইরিন সুলতানা, মাইমুনা মম, শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী। প্রথম সপ্তাহে সাতটি প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।

পায়ের ছাপ
একজন নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘পায়ের ছাপ’। সাধারণ ঘরের একজন নারী, যে কি না স্বপ্ন দেখতেই ভয় পায়। পুরুষশাসিত সমাজকে টক্কর দিয়ে সেই নারীর এগিয়ে যাওয়ার গল্প এই সিনেমা। ভয়কে জয় করে জীবনের স্বপ্ন বাস্তবায়নের অসাধারণ এক জার্নি উঠে এসেছে এই সিনেমায়। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাচ্ছ ১১টি হলে। অভিনয় করেছেন মেঘলা মুক্তা, প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত