Ajker Patrika

সহিংসতা নিয়ে নিজের বিশ্লেষণ নেই ইসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১০: ৪২
সহিংসতা নিয়ে  নিজের বিশ্লেষণ নেই ইসির

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় নেতারা মনোনয়ন পান না বলে ভোটের মাঠে সহিংসতায় রূপ নেয়– এমনটাই ধারণা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার। গতকাল সোমবার নির্বাচন কমিশনে (ইসি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নূরুল হুদা বলেন, ‘দলীয় লোকজন বঞ্চিত থাকার কারণে এ রকম হতে পারে। এ রকম বিশ্লেষণ আপনাদের মাধ্যমে আসতে পারে। গণমাধ্যমে আমরা এটা দেখেছি। তবে আমাদের নিজস্ব কোনো বিশ্লেষণ নেই। এটা আমরা করতেও পারি না।’

এ প্রসঙ্গে কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের মারামারি হয় বলে যেটা বলছেন, সেটা আমরা নিতে পারি না। ঘটনা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর। আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের মারামারি হচ্ছে এটা বলা হলে তা টুইটিং মন্তব্য হয়ে যাবে। বিষয়টি তদন্ত না করে মন্তব্য করা যায় না।’

নির্বাচনী সহিংসতার ঘটনায় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে শুরু করেছে বলে জানান নূরুল হুদা। তিনি বলেন, ‘অস্ত্রের ব্যবহারের বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছি। দুই-একটি জায়গায় যেটা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। কিন্তু দেখা যায় কোনো একটি ঘটনা ঘটলে টিভিতে সেটা বারবার দেখানো হয়। বারবার দেখানোর ফলে মানুষের মধ্যে একটি ধারণা জন্মায় যে সব জায়গায় এই ঘটনা ঘটছে।’

মাহবুব তালুকদারের বক্তব্য শালীন নয়

নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকলেও পাঁচ বছর মেয়াদে বিভিন্ন সময়ে নির্বাচন, ভোটার বিমুখতা, সহিংসতা, কর্তৃত্ব নানা বিষয়ে বরাবরই ভিন্ন মত দিয়ে এসেছেন মাহবুব তালুকদার। গত রোববার তিনি বলেন, নির্বাচন এখন আইসিইউতে এবং গণতন্ত্র লাইফ সাপোর্টে।

এ ব্যাপারে সিইসি বলেন, ‘উনি যে কথাগুলো ব্যবহার করেছেন সেগুলো শালীনতাবহির্ভূত। আইসিইউ, লাইফ সাপোর্ট—এ কথাগুলো শালীন মনে করি না। নির্বাচন কমিশনে থেকে নির্বাচন নিয়ে কীভাবে সহায়তা করা যায়, সফল করা যায়—এটা ইসি সদস্যদের দায়িত্ব। উনি সব সময় এ ধরনের কথা বলেন, করার কিছু নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত