Ajker Patrika

কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ৩৯
কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মবিমুল হক (৫৫) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার কান্দিগাঁওয়ের গালিবনূর ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মবিমুল হক চট্টগ্রামের পটিয়া উপজেলার ইসলামপুর গ্রামের কালা মিয়ার ছেলে।

আহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার কাটয়াদি উপজেলার তমাল আহমেদ (২২) ও কিশোরগঞ্জ জেলার কোতোয়ালি উপজেলার পুরোনো কসবা গ্রামের আলমগীর মিয়া (৩৫)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ও ঢাকা থেকে সিলেটগামী ফুলকলি ফুড প্রোডাক্টসের কাভার্ডভ্যানের কান্দিগাঁও গালিবনূর ফিলিং স্টেশন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফুলকলি ফুড প্রোডাক্ট কাভার্ডভ্যান চালক মবিমুল হক নিহত হন। ঘটনায় আহত হন উভয় কাভার্ডভ্যানের দুজন। গুরুতর আহত অবস্থায় তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে শ শ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও যানচলাচল স্বাভাবিক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত