Ajker Patrika

৬ জেলায় ২৬৮ কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ৩৭
৬ জেলায় ২৬৮ কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় আজ রোববার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বোর্ডের অধীনে ২৬৮টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। প্রথম দিন পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালে কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্রী ১ লাখ ২৭ হাজার ৪৯১ জন এবং ছাত্র ৯৭ হাজার ৩৮৩ জন। এবার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ১ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন এবং অনিয়মিত ২৫ হাজার ৯৮০ জন।

বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী কুমিল্লা জেলায় ৭৮ হাজার ৮৩৮ জন এবং সর্বনিম্ন লক্ষ্মীপুর জেলায় ১৯ হাজার ১৩৮ জন। গতকাল শনিবার শিক্ষা বোর্ড সূত্রে আরও জানা গেছে, ইতিমধ্যে সব জেলায় প্রশ্ন ও উত্তরপত্র পৌঁছে গেছে। কেন্দ্রগুলো নকলমুক্ত রাখতে সব কেন্দ্র প্রধানের সঙ্গে সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুছ সালাম বলেন, ‘এ বছর মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও কুমিল্লা শিক্ষা বোর্ড সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’

এদিকে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ১৭ হাজার ৩০৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৫২ হাজার ৯৫৪ জন এবং ছাত্র ৬৪ হাজার ৩৬৪ জন। ছয় জেলায় ১৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত