Ajker Patrika

‘বিশৃঙ্খলাকারীদের জন্য জেলখানা খালি আছে’

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ০৪
‘বিশৃঙ্খলাকারীদের জন্য জেলখানা খালি আছে’

চৌদ্দগ্রামে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ‘যাঁদের রক্ত গরম, তাঁরা ঠান্ডা হয়ে যান। ভোটগ্রহণের আগে ও পরে বিশৃঙ্খলা করা যাবে না। বিশৃঙ্খলা করলে জেলখানা খালি আছে।’

জেলা প্রশাসক মো. কামরুল হাসান আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দিচ্ছি, আগামী ২৬ ডিসেম্বর চৌদ্দগ্রামের ১২টি ইউপিতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে। আপনি চেয়ারম্যান পদে পাস করলেন কি করলেন না এতে আমার কিছু যায় আসে না। ক্লিয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বক্তব্যে বলেন, ‘পুলিশের অবস্থান জিরো টলারেন্সে। প্রশাসন জাল পেতে রেখেছে। সেই জালে ধরা পড়লে খবর আছে। হুন্ডা আর গুন্ডা মার্কা নির্বাচন নির্বাচন হবে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক সভায় সভাপতিত্ব করেন। এ সময় বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত