Ajker Patrika

১৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১১: ৩৯
১৫ মামলার সাজাপ্রাপ্ত  আসামি গ্রেপ্তার

নরসিংদীতে ১৫ মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. পিয়ার হোসেন। তিনি নরসিংদী শহরের ভেলানগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

গতকাল বুধবার দুপুরে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এই তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাতে শহরের সাটিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানা সূত্রে জানা গেছে, পিয়ার হোসেনের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন ঘটনায় ১৫টি মামলা রয়েছে। ৭টি মামলায় মোট ৫ বছর ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও দুই কোটি একান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ০৮টি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থানায় মুলতবি ছিল।

সদর থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামানের নেতৃত্বে সাটিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম আজকের পত্রিকাকে বলেন, পিয়ার হোসেনের বিরুদ্ধে থানায় ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে বেশির ভাগ মামলা প্রতারণা, অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের। তাঁকে গতকাল বুধবার আদালত পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি এখন কারাগারে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত