Ajker Patrika

সহকর্মীর হাতে প্রাণ গেল নিরাপত্তারক্ষীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ২২
সহকর্মীর হাতে প্রাণ গেল নিরাপত্তারক্ষীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্কের একপর্যায়ে সহকর্মীর হাতে থাকা কাপড় কাটার কাঁচির আঘাতে লিমন হোসেন (২৪) নামের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। গত সোমবার ভোরে উপজেলার ভুলতার ‘এ ওয়ান পোলার লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

নিহত লিমন হোসেন যশোরের অভয়নগর থানার হিদিয়া বড়পুকুর এলাকার মৃত সামাদ শেখের ছেলে। তাঁকে হত্যার ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলাম কিশোরগঞ্জ সদরের দ্বীন ইসলামের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রূপগঞ্জের গোলাকান্দাইলে নতুন বাজার এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন নিহত লিমন। কাজ করতেন এ ওয়ান পোলার লিমিটেড কারখানায়। ঘটনার সময় ওই কারখানার ষষ্ঠ তলায় কাজ করছিলেন তিনি। তুচ্ছ এক বিষয়ে লিমনের সঙ্গে আমিনুলের তর্ক হয়। তর্কের একপর্যায়ে হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে লিমনের বুকে আঘাত করেন আমিনুল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা দুজনই ওই কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন বলে জানায় পুলিশ।

নিহত লিমনের বাড়িতে চলছে শোকের মাতম। স্বামী হত্যার বিচার দাবি করেন তাঁর স্ত্রী পপি খাতুন। ১৪ নভেম্বর গ্রাম থেকে রূপগঞ্জে স্বামীর কাছে আসেন তিনি। এক দিনের ব্যবধানেই স্বামীর মরদেহ বহন করে নিয়ে যেতে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত