Ajker Patrika

শাকিব ফিরলেন দেশে প্রস্তুতি নিচ্ছেন কাজের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৫৭
শাকিব ফিরলেন দেশে প্রস্তুতি নিচ্ছেন কাজের

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শাকিব খান। গত বছর ধুমধাম করে দেশে ফিরলেও এবার ফিরেছেন চুপিসারে। আগে থেকে কাউকে কিছুই জানাননি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেননি কোনো কিছু। বিমানবন্দর থেকে সোজা উঠেছেন নিজ বাড়িতে। কদিন বিশ্রাম নিয়ে ফিরবেন কাজে।

জানুয়ারির ১৪ তারিখ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে দুবাই পাড়ি জমিয়েছিলেন শাকিব খান। সেখান থেকেই গিয়েছেন যুক্তরাষ্ট্রে। অনেকেই ধারণা করেছিলেন মাস ছয়েকের সফর হবে শাকিবের। কিন্তু মাস ফুরোনোর আগেই দেশে ফিরেছেন শাকিব।

গত বছর শাকিব বলেছিলেন, যুক্তরাষ্ট্র থেকে ফিরে একের পর এক চমক দেবেন, ঘোষণা দেবেন নতুন নতুন কাজের। দেশে ফিরে শাকিব বেশ কয়েকটি সিনেমার ঘোষণা দিয়েছেন। তবে সেগুলো ঘোষণাতেই আটকে আছে এখনো। বদিউল আলম খোকনের ‘আগুন’ সিনেমার বাকি থাকা অংশের কাজ শেষ করলেও নতুন কোনো সিনেমার কাজ শুরু করতে পারেননি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বিরূপ প্রতিক্রিয়াও দেখা গেছে।

জানা গেছে, এবার নাকি শুটিং ফ্লোরে নামার প্রস্তুতি নিচ্ছেন শাকিব। নিজের প্রযোজিত ‘মায়া’ ও সানী সানোয়ারের ‘শের খান’ সিনেমা দুটির দিকেই আপাতত মনোযোগ তাঁর। এ মাসেই মায়া সিনেমার পরিচালক হিমেল আশরাফের দেশে আসার কথা। তিনি দেশে ফিরলেই সিনেমাটি নিয়ে বিস্তারিত জানা যাবে। এই সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব খান। নায়িকা হিসেবে শাকিবের বিপরীতে নাম এসেছে পূজা চেরির। অন্যদিকে সানী সানোয়ার পরিচালিত শের খান সিনেমার প্রিপ্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি তৈরি হচ্ছে কপ ক্রিয়েশন থেকে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের তিনটি সিনেমা। তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’, বদিউল আলম খোকনের ‘আগুন’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। লিডার সিনেমায় শাকিবের নায়িকা বুবলী, আগুন-এ জাহারা মিতু এবং অন্তরাত্মায় কলকাতার দর্শনা বণিক। তিন নির্মাতাই চাইছেন ঈদে সিনেমা মুক্তি দিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত