Ajker Patrika

অভিযানেও বন্ধ হয়নি ইটভাটা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৩: ৫৪
অভিযানেও বন্ধ হয়নি ইটভাটা

মুন্সিগঞ্জ একটি মামলায় অন্য নাম ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় চারজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ দণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের এক মাদক মামলায় ওই চারজন আসামি অন্যের নাম ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য দেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস এ সময় তাঁদের মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেষ্টা ও প্ররোচনা দেওয়ার দায়ে প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল হাসান, রিমন শিকদার, শিপলু খান ও মনির হোসেন।

মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আরিফ হোসেন জানান, এক মাদক মামলায় অন্যের নাম ব্যবহার করে ওই চারজন মিথ্যা সাক্ষ্য দেওয়ায় তাদের দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত